মনে করুন আপনি একটা ভিডিও ফাইল ডাউনলোড দেওয়া শুরু করেছেন কিন্তু কোন কারণবশত যদি ভিডিওটা ৯৯% হওয়ার পরError দেখায় তাহলে যেকোন ব্যক্তির মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক । তবে সবচেয়ে বেশিখারাপ লাগে যখন যদি ভিডিওটা আরResume করা না যায় ।
1. আবার ভিডিওটা প্রথম থেকে ডাউনলোড করা ;
2. ভিডিওটার কথা ভুলে যাওয়া ।
আপনি কি জানেন যে ইচ্ছা করলেই আপনি যতটুকু ভিডিও ডাউনলোড করেছিলেন ততটুকু ভিডিওই
দেখতে পারবেন । বিস্মিত হলেন ? বিস্মিত হলেও এটা সত্যি ।
এখন চলুন দেখি কিভাবে আমরা যতটুকুভিডিও ডাউনলোড হয়েছিল ঠিক ততটুকু ভিডিওই দেখতে পারব ।
যারা জানেন ভালো কথা, কিন্তু যারা জানেন না তারা নিচের পদ্ধতিগুলো ভালো করে অনুসরণ করুন ।
1. RUN Dialoge Box ওপেন করুন । [ Win Logo Button + R চাপলেই RUN Dialoge Box ওপেন
হবে । সেখানে %appdata% লিখে Enter চাপুন ।
2. এবার যে Window ওপেন হবে সেখান থেকে IDM নামক ফোল্ডারটি খুজে ওপেন করুন ।
3. তারপর DwnlData পরিশেষে Administrator (আপনার পিসির ইউজার নেম দিয়ে তৈরী হওয়া
ফোল্ডার, যেমন আমার ইউজার নেম LurkBD) ফোল্ডারটি ওপেন করুন ।
লিষ্ট থেকে আপনি আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলো ডিলেট করে দিলেও এখানে সব ফাইলগুলোর ডাটা সঞ্চিত থাকে ।
5. আপনার কাঙ্খিত ফোল্ডারটি খুজে সেটা ওপেন করলে সেখানে Extension ছাড়া অনেকগুলো
ফাইল দেখতে পাবেন । সেখান থেকে Extension ছাড়া প্রথম ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন
করুন । Windows আপনার কাছে কোন প্রোগ্রাম দিয়ে ফাইলটি ওপেন করতে হবে তার পারমিশন
চাইবে । এখানে যেকোন ভালো একটা প্লেয়ার সিলেক্ট করে OK করুন ।
ব্যাস আপনার কাজ শেষ । সবকিছু ঠিকঠাক করে থাকলে আপনার কাঙ্খিত ভিডিও আপনার সামনে
হাজির হবে ।
(বিঃদ্রঃ সম্পূর্ণ প্রক্রিয়াটি Windows 7 এ করা । অপারেটিং সিস্টেম ভেদে কিছুটা
ভিন্ন্ হওয়া স্বাভাবিক ।)
আর একটা কথা না বললেই নয় যে, একই প্রক্রিয়ায় আপনারা আংশিক ডাউনলোড হওয়া অডিও ফাইলও Play করে শুনতে পারবেন ।
পোস্টটি ইন্টারনেট থেকে নেওয়া হয়ছে ।
পোস্টটি ইন্টারনেট থেকে নেওয়া হয়ছে ।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment