কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন সকল ডিভাইস ব্যবহারে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ইন্টারনেটে বিভিন্ন সার্ভিস ব্যবহারের জন্যও পাসওয়ার্ড দেয়া জরুরী। কিন্তু আমরা সবাই বেশীরভাগ সময় কিছু সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকি মনে রাখার সুবিধার্থে। কিন্তু এসকল সহজ পাসওয়ার্ড ভেঙে ফেলা খুবই সহজ।
কিছুদিন আগে স্প্ল্যাশডেটা বার্ষিক ২৫ টি সাধারন পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করে। এই পাসওয়ার্ডগুলো ব্যবহারকারীরা সচারচর ব্যবহার করে থাকে। আর যার ফলে অনেকেই হ্যাকের শিকার হয়। অন্যভাবে বলা যায় এই পাসওয়ার্ডগুলো হ্যাকারদের সেরা বন্ধু।
২০১৪ সালে ৩.৩ মিলিয়ন পাসওয়ার্ড লিক হয় শুধুমাত্র ‘১২৩৪৫৬’ এই অলস পাসওয়ার্ডের কারনে। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য অক্ষর এবং সংখ্যার সমন্বয় প্রয়োজন।
নিচের তালিকা দেয়া পাসওয়ার্ড কখনই ব্যবহার করা উচিত নয়-
- 123456
- password
- 12345
- 12345678
- qwerty
- 1234567890
- 1234
- baseball
- dragon
- football
- 1234567
- monkey
- letmein
- abc123
- 111111
- mustang
- access
- shadow
- master
- michael
- superman
- 696969
- 123123
- trustno1
তথ্যসুত্র ও সংগ্রহঃ
এখানে
0 comments :
Post a Comment