আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যতই দিন যাচ্ছে স্মার্টফোন বা এন্ড্রোয়েড ফোন এর চাহিদাও বেড়ে যাচ্ছে । সবাই একদিন হয়তবা এন্ড্রোয়েড ফোনকেই বেছে নিবে সেরা ফোন হিসেবে । আপনি এন্ড্রোয়েড ফোন কিনে থাকেন আর না থাকেন এর সুবিধা গুলো মনে হয় আর আপনার অজানা নেই । কিনা করা যায় এই ফোন দিয়ে । সবই করা যায় । আরও অনেক কিছু করা যাবে এই ফোন দিয়ে , আমাদের দেশে যেদিন 4G নেটওয়ার্ক আসবে সেদিন আরও অনেক কিছু পাবেন । আজ আপনাদের জন্য আনলাম QR barcode এর স্ক্যানার । এর আগে বলে ছিলাম কিভাবে তৈরি করবেন এই QR barcode । এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই QR barcode এর ত কোন ব্যবহার দেখিনা । আসলে ধারনা টি ভুল আমাদের দেশে এন্ড্রোয়েড ফোন এর প্রচলন কম তাই এর ব্যবহার ও কম। এক দিন আর কম থাকবেনা, সবাই ব্যবহার করবে এই ফোন । আর তখন QR barcode এর ব্যবহারও বেড়ে যাবে । যেমনঃ আপনি যদি Kaspersky Internet Security 2013 কিনে থাকেন তাহলে পেকেটের পাশেই দেখবেন QR barcode দেওয়া , যা ব্যবহার করে আপনি অতি সহজেই তাদের সাইটে ঢুকতে পারেন । অনেক কথা হল এবার চলুন আমার দেওয়া এই স্ক্যানারটির ব্যবহার বিধি জেনে নেই ।
এই স্ক্যানার টির নাম Neo Reader. এই স্ক্যানার টির একটি বিশেষ গুন আছে । এইটি অনলাইন ছাড়াই কাজ করে। অন্য স্ক্যানার অনলাই ছাড়া কাজ করেনা ।
- ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করুন । সফটওয়্যার টি ইন্সটল করুন ।
- আপনার ফোন এর মেনুতে যান ।
- Neo Reader এ প্রবেশ করুন ।
- এবার যে কোন QR barcode এর উপর ৩ সেকেন্ড ধরে রাখুন ।
- একটা টোন বাজবে ।
- আপনার ফলাফল পেয়ে জাবেন ।
- তিনটি অপশন পাবেন । একটা চয়েজ করুন ।
ডাউনলোড করতে নিচের ছবিতে চাপুন↓1.39mb
নিজে তৈরি করতে পারবেন QR barcode । নিজে তৈরি করতে এখানে যান ।
0 comments :
Post a Comment