“আসালামুয়ালাইকুম”
সুপ্রিয় ভিজিটরবৃন্দ আপনাদের সবার প্রতি রইলো ওনেক অনেক শুভেচ্ছা,আজ আমি আপনাদের সাথে ফায়ারফক্স এর একটি সমস্যা নিয়ে কথা বলব,চলুন দেখি কি সমস্যা এর সমাধান থাকছে আপনার জন্য!
ফায়ারফক্স বিশ্বের শীর্ষস্থানীয় ও বহুল প্রচলিত একটি ওয়েব ব্রাউজার।দারুণ স্পীডে ব্রাউজ করার জন্য আসলেই এর তুলনা হয়না !আর এর সাথে তো দারুণ দারুণ এড-অন্স তো আছেই। এই ব্রাউজারটি আমার অনেক প্রিয় ও বেশি ব্যাবহৃত ব্রাউজারের একটি এই জন্য এর দিকে হ্যাকার দের আগ্রহ অনেক বেশি থাকে এই ব্রাউজার টির প্রতি তাই এটি কিছুদিন পর পর অটো আপডেট দেয় কিন্তু যারা সাধারন বেবহার কারী তাদের তো আর হ্যাকারএর ভয় নেই আর এর চেয়েও বড় সমস্যা হল প্রায় সবাই লিমিটেড ব্যান্ডউইথ ও স্বল্পগতির ইন্টারনেট বেবহার করে থাকেন তাই এই সকল আপডেট না নিলেও চলে।। কিন্তু কত্থা হল এটি তো অটো আপডেট হয় এটি বন্ধ করব কিভাবে?? চিন্তা নেই নিচে এর সব কিছুই আছেও দেখলেই পারবেন……
এখন দেখুন কিভাবে অটো আপডেট বন্ধ করবেনঃ
১. প্রথমে ফায়ারফক্স টি ওপেন করুন;
২. এবার চলে যান Options এর Tools মেনুতে;
৩. এখন দেখুন Advanced অপশন এ;
৪.
এবার সরাসরি Update এ ক্লিক করুন ও
Never check for updates এ টিক দিন।
না বুঝলে নিচের স্ক্রীনশট টি দেখুন-
আশা করি এখন আপনার এইসকল সমস্যা আর হবেনা।এবার আরও দ্রুত ব্রাউস করুন ও পিসিহেল্লাইন বিডি’র সাথে কানেক্ট থাকুন।
আজ এই পর্যন্তই কিছু বলার বা সমস্যা হলে কমেন্ট করুন বা আমার ফেসবুক আইডিতে মেসেজ করুন।
ভাল কাটুক আপনার প্রযুক্তি জীবন!
“বিদায়;আল্লাহ হাফেয”
0 comments :
Post a Comment