প্রচলিত একটি কথা আছে, প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। ব্রণথেকে মুক্তি পেতে হলে আপনাকে আগে জানতে হবে ব্রণ কি, কেনহয়, কাদের হয়, কি করনীয়, চিকিৎসা কি।প্রথমেই আমরা জানবো ব্রণ কি?
---------------
সেবাসিয়াস গ্রন্থি সেবাম নামে একপ্রকার তৈলাক্ত পদার্থ
নিঃসরণ করে যা ত্বককে মসৃণ রাখে। কোনো কারণে সেবাসিয়াস
গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণের বাধার
সৃষ্টি হয় এবং তা ভেতরে জমে ফুলে উঠে যা ব্রণ (acne)
নামে পরিচিত। ব্রণ তৈরি হওয়ার পর্যায়ে এর মুখ বন্ধ থাকায়
সাদাটে দেখায়। বন্ধ নালির মুখে জমাকৃত কোষগুলি আস্ত
আস্তে কালো হয়ে গেলে তাকে কালো ফোঁটা বলে। প্রায়ই ব্রণের
চারপাশে প্রদাহ শুরু হয় এবং এর রং লাল দেখায়। এর উপর জীবাণু
সংক্রমণ ঘটলে পুঁজ তৈরি হয়। বাইরে থেকে এদের ছোট দেখালেও
এরা বেশ গভীর হতে পারে। এজন্য ব্রণে সংক্রমণ সেরে গেলেও
মুখে দাগ থেকে যেতে পারে।
তেরো বছর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত শতকরা নব্বই জনের এ
রোগটি কমবেশি হয়ে থাকে। বিশ বছর বয়সের পর
থেকে নিজে থেকেই এ রোগটি ভাল হয়ে যেতে থাকে। তবে এর
ব্যতিক্রম যে হয় না তা নয়। কখনও কখনও বিশ থেকে তিরিশ বছর
বয়সেও এটি দেখা দিতে পারে এবং অনেক বয়স পর্যন্ত
স্থায়ী হতে পারে।
কেন হয়?
--------
ব্রণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত না হলেও
সাধারণত দেখা যায় হজমের গোলমাল, সুরাপান,
বয়ঃসন্ধিকালে কিংবা অন্যান্য কারণে অনেকের মুখে ব্রণ হয়।
আবার অনেকেই বিশেষজ্ঞ মনে করেন, ব্রনের অনেকগূলো কারণের
ভিতর বংশগত কারণ একটি অন্যতম কারণ।
প্রোপাইনি ব্যাকটেরিয়াম একনিস নামক এক ধরনের জীবাণু
স্বাভাবিকভাবেই লোমের গোড়াতে থাকে। এন্ড্রোজেন
হরমনের প্রভাবে সেবাম-এর নিঃসরণ ( মাথা, মুখ, ইত্যাদি জায়গায়
তেলতেলে ভাব ) বেরে যায় এবং লোমের গোড়াতে উপস্থিত
জীবাণু সেবাম থেকে ফ্রী ফ্যাটি অ্যাসিড তৈরি করে।
অ্যাসিডের কারণে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয়
এবং লোমের গোড়ায় কেরাটিন জমা হতে থাকে।
ব্রণের প্রকারভেদঃ
------------
১) ট্রপিক্যাল একনি– অতিরিক্ত গরম এবং বাতাসের
আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে।
২) প্রিমিন্সট্রুয়াল একনি– কোনো কোনো মহিলার মাসিকের
সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়।
৩) একনি কসমেটিকা– কোনো কোনো প্রসাধনী লাগাতার
ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে।
৪) একনি ডিটারজিনেকস– মুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও
( দৈনিক ১/২ বারের বেশি ) ব্রণের পরিমাণ বেড়ে যায়।
৫) স্টেরয়েড একনি– স্টেরয়েড ঔষধ সেবনে হঠাৎ করে ব্রণ
দেখা দেয়। মুখে স্টেরয়েড, যেমন– বটানোবেট ডার্মোভেট
জাতীয় । ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমান
বেড়ে যায় ।
পরবর্তী পোস্টে থাকবে এ থেকে মুক্তির উপায় ও চিকিৎসা।
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment