রাজধানী ঢাকায় গ্রাহকদের জন্য ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে এয়ারটেল। গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ধানমন্ডি, বেইলি রোড, ফার্মগেট, লালমাটিয়া, মোহাম্মদপুর এবং বাড্ডা এলাকায় ওয়াই-ফাই সেবা পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।
এয়ারটেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উন্নত থ্রিজি সেবার নিশ্চয়তা দিতে গতকাল মঙ্গলবার থেকে রাজধানীতে এই সেবা চালু করেছে এয়ারটেল।
সাতটি ওয়াই-ফাই প্যাকেজে ৫১২ কেবিপিএস থেকে এক এমবিপিএস এর বিভিন্ন ভলিউম প্যাকে এয়ারটেল এই সেবা চালু করেছে। এছাড়াও গ্রাহকদের জন্য এক দিন থেকে ৩০ দিন মেয়াদের প্যাকও রয়েছে।
এয়ারটেলের ওয়াই ফাই প্যাক নিতে গ্রাহকদের নিবন্ধন করে ১৬৩১১ শর্টকোডে এসএমএস করতে হবে। এসমএস করার পর গ্রাহকরা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এরপর ব্যবহারকারীরা তাঁদের পণ্যে এয়ারটেল ওয়াই-ফাই নির্বাচন করে ব্যবহার করতে পারবেন।
0 comments :
Post a Comment