Information Technology

This Awesome Blogger Let's be friends and spread the love
together in the world.
Join us on

মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে নিয়ে নিন ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি…

আপনাদের দেখাব কি ভাবে মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে  ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নেবেন। 
তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch   &   Height 1.9 inch  resolution 300
  • এবারে File—New এ ক্লিক করুন preset 4X6 সিলেক্ট করে ওকে করুন
  • এবার নিচের চিত্রের মত করে সিলেক্ট করুন Image–Rotate Canvas–90* CW
  • এখন Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে প্রথমে ৬ টি ছবি কে  সাজিয়ে নিন।
  • এখন আপনার পূর্বের একক পাসপোর্ট ছবিটি সিলেক্ট করে Image–Image Size হতে নিচের মত Width 0.8in & Height 1.013 করে নিন
  • রি-সাইজ করা ছবিটি সিলেক্ট থাকা অবস্হায় আবার ও নিচের চিত্রের মত ক্লিক করুন Image–Rotate Canvas–90* CW
  • এবার আপনার স্ট্যাম্প সাইজ ছবি গুলো Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।
  • কাজ শেষ এবারে আপনার ছবিটি JPEG ফরমেটে সেভ করে বের হয়ে আসুন।
  • এখন এটি হল একটি 4R সাইজের ছবি যা ডিজিটাল ল্যাব হতে প্রিন্ট করতে ৭ টাকা নিবে তবে আপনাকে হয়তো মিনিমাম ৩ কপি ছবি নিতে হবে মানে তিন কপির জন্য আপনার খরচ হবে ২১ টাকা আর ছবি পাবেন মোট ৩০ টা । আর এই ছবি সাধারন স্টুডিও হতে ১ কপি প্রিন্ট করতে ১৫ টাকার বেশি নেবেনা।
তথ্যসুত্র অ সংগ্রহঃ এখানে

Share this:

ABOUT ME

Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments :