আজকে যে বিষয়ের উপর পোস্ট করবো সেটা হল (পপ-আপ অ্যাড) । আমরা যারা বাংলাদেশ থেকে নেট ব্যাবহার করি তারা মূলত নির্দিষ্ট কিছু ডাটা প্লান ব্যাবহার করি। যেমন ১ জিবি, ২ জিবি, ৪ জিবি … ইত্যাদি ইত্যাদি। মাত্র কিছু সংখ্যক ব্যাবহারকারি আনলিমিটেড ডাটা প্লান ব্যাবহার করেন। কিন্তু আপনি জানেন কি? আপনার সেই মূল্যবান ডাটার কত টুকুই আপনি ব্যাবহার করেন আপনার কাজে ? আর কত টুকু ডাটা ব্যাবহার হয় আপনার অজান্তে ? ধরেনিন আপনি ১ জিবির একটা প্লান একটিভ করেছেন, সময় এক মাস। কিন্তু ১০ দিন ব্যাবহার করার পর কোন কিছু ডাউনলোড না করে জাস্ট ব্রাউজিং করেই আপনার সব ডাটা শেষ হয়ে গেল ! আপনি হয়তো দোষ দিচ্ছেন আপনার ইন্টারনেট প্রভাইডার কে। আসলে দোষ টি যে কার এটা আপনি নিজেও জানেন না ! তাহলে দেখুন এই পোস্ট এবং বাঁচান আপনার মূল্যবান ডাটা।
- আসুন সংক্ষেপে দেখে নেই এই “পপ-আপ অ্যাড” জিনিষ টা আসলে কি ?
ধরুন পিসি হেল্পলাইন বিডির একটা পোস্টে আপনি একটা সফটওয়্যার পেলেন। সো আপনি ডাউনলোড করার জন্য লেখকের দেয়া অন্য একটা হুস্টিং সাইটের লিংকে ক্লিক করলেন। ধরে নিলাম আপনি মিডিয়াফায়ার একটা লিংকে ক্লিক করলেন। কিন্তু ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে আরও ২/৩ টা অ্যাড সহ উইন্ডো এক সাথে ওপেন হয়ে গেল ! (নিচের চিত্রটি দেখুন) এটার নামই পপ-আপ অ্যাড। পপ-আপ হল এক ধরনের বিজ্ঞাপন যেটা গ্রাহক কে জোর করে আন ইথিক্যালি দেখানর জন্য বাধ্য করা হয়। পণ্যের প্রচার এবং কিছু ওয়েব সাইটের রাঙ্ক বাড়ানোর জন্য মূলত এই রকম অনৈতিক বিজ্ঞাপনের আশ্রয় নেয়া হয়ে থাকে । এখানে উল্লেখ্য এই পপ-আপ বিজ্ঞাপনে আপনার অজান্তে অনেক মূল্যবান ডাটা ব্যবহৃত হয়, এবং কিছু অ্যাডে বিপদজক ভাইরাস ও ছড়িয়ে দেয়া ! আপনি যদি ভুলে ক্লিক করে ফেলেন তাহলে আপনার পিসিটার নিয়ন্ত্রণ চলে যেতে পারে একজন দুষ্কৃতি কারির হাতে ।
তাহলে আসুন এইবার কাজে নেমে যাই। আমি এখানে ২ টি অত্যন্ত জনপ্রিয় ব্রাউজারে কেমন করে পপ-আপ অ্যাড ব্লক করবেন সেটা দেখাবো। অন্য ব্রাউজারেও চাইলে আপনি পপ-আপ অ্যাড বন্ধ করতে পারবেন।
- ১। মোজিলা ফায়ারফক্সঃ- ফায়ারফক্সে পপ-আপ অ্যাড ব্লক করতে প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন https://adblockplus.org/en/firefox। নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। এখান থেকে Install for Firefox লেখা অংসে ক্লিক করে ছোট্ট একটি Add-ons আপনার ফায়ারফক্সে এড করে নিন কয়েক সেকেন্ডে । এখন আপনার ব্রাউজার টি রিস্টার্ট দিন। ব্যাস কাজ শেষ এখন থেকে আপনাকে আর পপ-আপ অ্যাড বিরক্ত করবে না ।
- ২। গুগল ক্রুমঃ- গুগল ক্রুমেও আপনাকে একই সিস্টেমে করতে হবে। প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন https://adblockplus.org/en/chromeনিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে। এখান থেকে Install for Chrome লেখা অংসে ক্লিক করে Extensions টি আপনার গুগল ক্রুমেও এড করে নিন । এখন আপনার গুগল ক্রুম ব্রাউজার টি রিস্টার্ট দিন। হয়ে গেল আপনার কাজ। পপ-আপ অ্যাড আশাকরি আপনাকে আর বিরক্ত করবে না ।
আজ তাহলে এই পর্যন্ত, পোস্ট সম্পর্কিত অতবা পিসি হেল্পলাইনে বিডি সম্পর্কিত যেকোন জিজ্ঞাসা অতবা পরামর্শ থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ পোস্ট টি ভিজিট করার জন্য, ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।
——————————————————————————————————————————————-
++ এই পোস্টটির সর্বসত্ত্ব সংরক্ষিত ©পিসি হেল্পলাইন বিডি ডটকমের ।
0 comments :
Post a Comment