প্রথমেই বলে নেই আমি যে বিষয়ের উপর পোস্ট করেছি তা খুবই সহজ এবং অনেকের জানা। যারা জানেন দয়া করে কোন কমেন্ট না করে ট্রান আউট মারতে পারেন।
আজ আপনাদের সাথে ফেসবুকের ছোট্ট একটা টিপস শেয়ার করলাম । কেমন করে বন্ধ করবেন ফেসবুক থেকে আসা বিরক্তিকর ইমেইল নোটিফিকেশন। আমরা অনেকে হয়তো আমাদের অতি প্রয়োজনীয় ইমেইল টি ব্যাবহার করে থাকি ফেসবুকে। কিন্তু সেই ইমেইলে আপনার মাঝে মধ্যে অনেক গুরুত্ব পূর্ণ মেইল আদান প্রদান করতে হয়ে। কিন্তু ফেসবুক থেকে আসা বাড়তি ইমেইল নোটিফিকেশনের জ্বালায় আপনার ইমেইল বক্সটি প্রতিদিন ক্লিয়ার করতে বাড়তি একটা সময় খরচ হয়। তাহলে বন্ধ করেদিন এই বিরক্তিকর ফেসবুক ইমেইল নোটিফিকেশন।
ফেসবুক ইমেইল নোটিফিকেশন বন্ধ করতে নিচে ছবি সহ লেখা ফলো করুন ।
১। প্রথমে settings> privacy settings> notifications ক্লিক করুন।
২। Email> Edit এ ক্লিক করুন ।
৩। এখন নিচের চিত্রের ন্যায় ( only notifications about your account. security and privacy) অপশন টি চেক মার্ক করে বের হয়ে আসুন।
কাজ শেষ এখন থেকে আপনাকে আর ফেসবুক ইমেইল নোটিফিকেশন বিরক্ত করবে না । যদি আপনি ইমেইল নোটিফিকেশন অন করতে চান তাহলে >
(All notifications, except the ones you unsubscribe from)> এই অপশনটি চেক মার্ক করে দিন ।
—————————————————————————————————————————————-
তাহলে আজ এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই এবং পিসি হেল্পলাইন বিডির সাথে থাকবেন। আল্লাহ্ হাফেজ ।
0 comments :
Post a Comment