আজ আমি আপনাদের যে সফটওয়্যার টি দিব, তার গুরুত্ব কতটুকু তা ১জন পিসি ব্যবহার কারিই জানেন। সফটওয়্যার টির নাম হচ্ছে USB Safely Remove ।
যারা পিসি ব্যবহার করে তাদের অনেক কাজে Pendrive,Memory এবং Remobable Disk এর মাধ্যমে কাজ করতে হয়। কাজ করার পর Pendrive,Memory বা Remobable Disk পিসি থেকে যাতে সেইফলি রিমুভ করা যায়
এইজন্য USB Safely Remover ব্যাবহার করা হয়। অন্যথায় অনেকসময় USB Device-এর ক্ষতি হয়। আসুন USB Safely Remove এর কিছু বৈশিষ্ট দেখে নেয়া যাকঃ
এর মাধ্যমে আপনি আপনার USB Device-এর নাম পাল্টাতে পারবেন।
USB Device-এর ইমেজ চেঞ্জ করতে পারবেন। USB Device-এর আইকন চেঞ্জ করতে পারবেন।
Menu থেকে USB Device-এর আইকন হাইড করতে পারবেন।
সকল ধরনের Device এবং Remobable Stroge একসাথে Off করতে পারবেন।
Windows 8.1/7/Vista/2003/XP সাপোট করে।
0 comments :
Post a Comment