সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পোস্টটি সম্পূর্ণ শিক্ষা মূলক এবং ব্যক্তিগত কাজের জন্য পাবলিশ করা হয়েছে । কপি-কাট সাইবার আইনে একটা অপরাধ বলনে গণ্য। কেও যদি এই পোস্টের আপপ্রয়োগ করেন তাহলে নিজ দায়িত্বে করবেন। এর জন্য লেখক বা পিসি হেল্পলাইন বিডি কোন ক্রমেই দায়ী থাকিবে না।
== অবিজ্ঞ বা যারা এই পদ্ধতির সংগে আগে থেকে পরিচিত এই পোস্টটি তাদের জন্য নয় ==
তাহলে শুরু করা যাক। টাইটেল দেখে অবশ্যই বোঝে গেছেন কি বিষয়ের উপর আজকের পোস্ট। আমাদের প্রায় সময় অনেক কাজের জন্য, বা লেখা পড়ার প্রয়োজনে বিবিন্ন ওয়েবপেজ থেকে বিবিন্ন কন্টেন্ট কপি করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন হয়তো অনেক ওয়েবসাইট কপি প্রটেক্ট করা বা রাইট বোটম ডিসেবল করা থাকে। অনেক ওয়েব পেজে আবার কপি প্রটেক্ট এর জন্য নরমাল টোল ব্যাবহার করা হয় ,সেই সব পেজ থেকে কপি করা যায় কোন রকম বাড়তি টোল ব্যাবহার না করেই। কিন্তু যে সব ওয়েব পেজে অনেক হেবি মানের টোল ব্যাবহার করা হয় সেই সব পেজ থেকে নরমাল নিয়মে কপি করা যায় না। এই উন্মুক্ত ইন্টারনেট বিশ্বে অসম্বব বলে কি কিছু আছে নেট পাপীদের কাছে ? সমস্যা যেমন আছে তার সমধানও আছে। কপি প্রটেক্ট করার টোল যেমন আছে, আবার কপি করার টোলও আছে আজ আপনাদের দেখাব কেমন করে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করবেন একদম সহজে। এই কাজের জন্য আমরা যা ব্যাবহার করবো সেটা হল ছোট্ট একটা ব্রউজার এড-অন্স, এবং সেই এড-অন্সটির নাম WebDeveloper Add-ons এটা বিবিন্ন ব্রউজারে ব্যবহার করা যায় তবে আমি জনপ্রিয় ২ টি ব্রউজার মোজিলা ফায়ারফক্স /গুগল ক্রুমে দেখাব কেমন করে করবেন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে। WebDeveloper এর মেইন ওয়েবসাইট এটা >http://chrispederick.com/work/web-developer/আপনারা চাইলে এখান থেকেও WebDeveloper Add-ons টি আপনার পছন্দসই ব্রউজারে যুক্ত করতে পারবেন ।
- ১। মোজিলা ফায়ারফক্সঃ মোজিলা ফায়ারফক্স কে কপি প্রটেক্ট ওয়েবপেজ কপি করার উপযোগী করতে হলে প্রথমেhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/ ক্লিক করুন এবং নিচের পিকচারের মত আসলে +Add to Firefox লেখা অংশে ক্লিক করে Add-ons টি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়েগেলে ব্রউজার টি রিস্টার্ট করুন ।
0 comments :
Post a Comment