Information Technology

This Awesome Blogger Let's be friends and spread the love
together in the world.
Join us on

নতুন পন্য বাজারে আসার আগেই Bikroy.com এ প্রতারনা বিজ্ঞাপন

ঢাকা অনলাইনের অন্যতম বেচা কেনার হাট Bikroy.com এ বিজ্ঞাপন প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

শীর্ষ নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, Bikroy.com কেনা-বেচার ভুয়া বিজ্ঞাপন দিয়ে অত্যন্ত সুকৌশলে গ্রাহকদের বিভ্রান্ত করে যাচ্ছে দিনের পর দিন। বেচা- কেনার জনপ্রিয় এই Bikroy com সাইটটির প্রায় ৩০-৪০ ভাগ বিজ্ঞাপনই ভুয়া। বিশেষ করে Bikroy.com এ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যেসব বিজ্ঞাপন পোস্ট করা হয় সেসব বিজ্ঞাপনের বেশিরভাগই Bikroy.com এর এজেন্টদের ‘টার্গেট পূরণের’ সাজানো বিজ্ঞাপন।
Bikroy.কম-এ ভিজিট করা ইন্টারনেট ব্যবহারকারীরা টেরই পাচ্ছেন না কীভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন।
০-১ মিনিটের মধ্যেই বিক্রি!
সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি Bikroy.com এর ওয়েব সাইটের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, বেশ কিছু বিজ্ঞাপন প্রকাশিত হবার ১ মিনিটেরও কম সময়ের মধ্যে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া পণ্যটি বিক্রি হয়ে গেছে! প্রায় প্রতি ঘণ্টায় ১০টি করে বিজ্ঞাপন অনুসন্ধান করে ০-১ মিনিটের মধ্যে বিক্রেতার সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, পণ্যটি বিক্রি হয়ে গেছে। এমন ভুতুড়ে অবস্থা যে, ১ মিনিটেরও কম সময়ে কীভাবে, কার কাছে বিক্রি হয়েছে এমন প্রশ্নের কোন সদুত্তর পাওয়া যায়নি কথিত এসব বিক্রেতাদের কাছ থেকে। একটি পণ্যের বিজ্ঞাপন প্রকাশিত হবার পর ১ মিনিটেরও কম সময়ে তা বিক্রি হয়ে যাওয়ার অস্বাভাবিক ব্যাপারটির রহস্যের অনুসন্ধানে জানা গেছে চমকপ্রদ তথ্য।
যেভাবে Bikroy.com এ বানানো হয় ভুয়া বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, Bikroy.com ৩ মাসের চুক্তিভিত্তিক কিছু এজেন্ট নিয়োগ করেছে। যাদের বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যতম শর্ত হচ্ছে, ৩ মাসের জন্য Bikroy.com তাদের এজেন্টেদের জন্য যে ‘টার্গেট’ দিবে সে টার্গেট পূরণ করতে পারলে Bikroy.com এ চাকরি পার্মানেন্ট করা হবে। একজন এজেন্ট তিনমাসের চুক্তিভিত্তিক নিয়োগ পাবার পর এজেন্টকে প্রতিদিন ৩৫টি বিজ্ঞাপন কালেক্ট করে এই ৩৫টি বিজ্ঞাপন Bikroy.com-এ পোস্ট করতে হয়। প্রতি সপ্তাহে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এজেন্টরা কে কতটি বিজ্ঞাপন পোস্ট করেছে তা কাউন্ট করা হয়।
সপ্তাহে ২৪৫টি (৭*৩৫) বিজ্ঞাপনের টার্গেট পূরণে ব্যর্থ হলে কর্তৃপক্ষ এজেন্টদের নানারকম চাপ সৃষ্টি করে বলে জানা গেছে সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে।protarona bikroy
প্রতিদিন ৩৫ টি হিসেবে মাসে ১০৩৫ টি বিজ্ঞাপনের মত কঠিন টার্গেট পূরণ করতে গিয়ে এজেন্টরা আশ্রয় নিচ্ছে নানারকম কৌশলী প্রতারণার। এজেন্টরা তাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মোবাইল নম্বর দিয়ে বিজ্ঞাপন পোস্ট করে। ১টি নাম্বারের বিপরীতে ৫-৬টি পর্যন্ত বিজ্ঞাপন পোস্ট করা হয়। যার ফোন নম্বর দিয়ে পোস্ট করা হয়েছে তাকে ব্যাপারটি আগেই জানিয়ে দেওয়া হয়। ফলে কোনো ক্রেতা কল দেওয়ার পর কথিত বিক্রেতা জানিয়ে দেয় পণ্যটি বিক্রি হয়ে গেছে। এদিকে রাত ১১টার পর থেকে Bikroy.com এ পোস্ট হওয়া বেশিরভাগ নম্বরে কল দিয়ে দেখা যায়, বিজ্ঞাপনে দেওয়া নাম্বারটি বন্ধ। এবং সে নাম্বারগুলোর বেশিরভাগই দিনের অন্য সময়েও বন্ধ থাকে।
Bikroy.com এ বিভিন্ন পোস্ট খুঁজে  দেখা যায় হুবুহু  একটি পণ্যর ছবি ও লেখা ব্যবহার করে অনেক বিক্রেতা কে বিজ্ঞাপন দিতে ।

নতুন পন্য বাজারে আসার আগেই Bikroy.comএ ভুতুড়ে বিজ্ঞাপন !

তরুণদের কাছে প্রিয় ও আকর্ষণীয় ল্যাপটপ ও এন্ড্রোয়েড ফোন সহ অন্যন্য পন্য সামগ্রী উক্ত কোম্পানি বাজারে আনার ঘোষণা দেওয়া মাত্রই Bikroy.comএ বিক্রি করার ভুতুড়ে বিজ্ঞাপন পোস্ট করা হয় । অথচ এসবে নতুন পন্য আদৌ মার্কেটে পৌঁছায় তাহলে Bikroy.comএ বিক্রি করার ভুতুড়ে বিজ্ঞাপন পোস্ট করা হলো কেন প্রশ্ন ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিমুলের ।
সর্বশেষ তদন্ত অনুযায়ী দেখা যায় বই মেলা উপলক্ষে Teletalk Bornomala SIM মাত্র রেজিষ্টেশন শুরু হয়েছে যা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে , কবে থেকে Teletalk Bornomala SIM বিতরন শুরু হবে তা Teletalk কতৃপক্ষ বলতে পারেনি অথচ নিচের স্ক্রিনশর্ট এ দেখা যাচ্ছে রাজশাহী থেকে কোন এক প্রতারক ফেব্রুয়ারি মাসের ৪ তারিখেই Teletalk Bornomala SIM বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছে ।
উক্ত বিক্রেতার নাম্বারে পর পর ৩ বার ফোন করলেও কেউ রিসিভ বা কলব্যাক করেনি !
bikroy
আকর্ষণীয় বিজ্ঞাপন মূলত ঢাকা থেকে অনেক দুরের ঠিকানা ব্যবহার করা হয় , ইহাতে ক্রেতা আকৃষ্ট কম হলেও সার্চ ইঞ্জিনকে আকৃষ্ট করাই মুল লক্ষ্য ।

এর মুল কারন গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে Bikroy.com এর অবস্থান পাকাপোক্ত করা ।

লোভনীয় মূল্যের ফাঁদ, বিভ্রান্ত ক্রেতা
Bikroy.com- এর বিভিন্ন ক্যাটাগরির পণ্যের আলাদা আলাদা বিভাগে দুটি করে বিজ্ঞাপন হাইলাইটস করা হয়। পণ্যের চলতি নতুন এবং পুরাতন বাজার দরের চাইতে এতটাই কম দাম দেওয়া থাকে যে, তাতে যে কোন ক্রেতাই আকর্ষিত হয় নজর কাড়া বিজ্ঞাপনে। এমনই একজন ক্রেতা ঢাকার তাবাসসুম তাসনিম বেশ আক্ষেপের সঙ্গে শীর্ষ নিউজকে জানিয়েছেন, Bikroy.com এর বিভিন্ন পণ্যের ক্যাটাগরির হাইলাইটস বিজ্ঞাপনে একটি আইফোনের দাম মাত্র ১২ হাজার টাকা দেখে বিক্রেতার নাম্বারে কল দিয়ে জানতে পারি, ফোনটি বিক্রি হয়ে গেছে আরো ৫ দিন আগে। অথচ ৫ দিন পরও বিজ্ঞাপনটি মোবাইল ক্যাটাগরির পেইজের প্রথমে হাইলাইটস করে রাখা হয়েছে। সত্যি যদি পণ্যটির মূল্য ১২ হাজার টাকা হয় এবং তা যদি বিক্রি হয়ে যায় ৫ দিন আগেই তাহলে ৫ দিন পরেও বিজ্ঞাপনটি হাইলাইটস করে রাখা প্রতারণা ছাড়া কিছুই নয়। এতে আগ্রহী ক্রেতারা বিক্রেতার ফোন নম্বরে কল দিয়ে মোবাইলের ব্যালেন্সের তেরটাই বাজছে শুধু। সরকারের উচিত এসব কেনা-বেচার সাইটগুলোর জন্য স্পষ্ট নীতিমালা করে তা বাস্তবায়ন করা।
Bikroy.com- এ নিয়মিত ভিজিটকারী নয়নের মতে, একটা সময় সাইট-টিতে নিয়মিত ভিজিট করতাম। কিন্তু, আকর্ষণীয় মূল্যের যত বিজ্ঞাপন দেখেছি বেশিরভাগ বিজ্ঞাপনের নম্বরে কল দিয়ে ব্যালেন্সই নষ্ট হয়েছে। কিছুই কিনতে পারিনি। কিনবই-বা কি করে? বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নাকি বিক্রি হয়ে যায়!

Bikroy.com এর ভার্চুয়াল মার্কেটে বাড়ছে প্রতারনা

Bikroy.comকে ঘিরে শুরু হয়েছে নানান ধরনের প্রতারনা। অনলাইন মার্কেট থেকে কেনাকাটা দিন দিন বেড়েই চলছে। আর সেই সুযোগ নিচ্ছে কিছু খারাপ চক্র। তারা বিভিন্ন পণ্য বিক্রি করবে বলে নিয়ে নি:স্ব করে দেই। একটু সতর্ক থাকলেই আপনি বেচে যেতে পারেন এইসব প্রতারনায় নিঃস্ব হওয়া থেকে। অনলাইন থেকে পন্য কিনার আগে যার কাছ থেকে পণ্য কিনবেন অনেক বুঝে শুনে কিনতে হবে। অনলাইন মার্কেট থেকে পণ্য কিনতে গিয়ে প্রতারনার শিকার হয় অনেকেই তাদের মধ্যে থেকে কয়েকজনের কথা তুলে ধরতে চেষ্টা করছি:
১) Bikroy.comএর একটা অ্যাড দেখল ফারহান, ম্যাকবুক এয়ার ল্যাপটপ মাত্র ২৫০০০টাকা,দেখেই মাথা খারাপ।এত কম কেন?অ্যাডে আবার লেখা বিদেশ থেকে পাঠিয়েছে ব্যবহার করতে পারিনা বলে সেল করে দিচ্ছি।ফারহান ভেবে নিল অন্তত আর যাই হোক নষ্ট তো না, ইউজ করতে পারেনা বলে সেল করে দিচ্ছে। অ্যাডের নাম্বারে ফোন দিতেই এক সুকন্ঠি মেয়ে ফোন ধরে বলব বিদেশ থেকে গিফট দিয়েছে আঙ্কেল,ইউজ করা হয়না বলে কম দামে সেল করে দিবে।ফারহান আর অত চিন্তা করল না,তাকে বলে দিল সে নিবে। মেয়েটি জানাল মগবাজার থেকে কালেক্ট করতে হবে।ভালো লাগলে ক্যাশ টাকা দিতে হবে। খুশিতে বাগবাকুম হয়ে মগবাজার গেল। ল্যাপটপ তো দূর সাথে যা ছিল সব রেখে দিল সেই অ্যাড দেয়া ছিনতাইকারী দল।
২) Bikroy.com এ আইফোন ৫ এর অ্যাড দেখে ফোন দিল ওমর ফারুক। দাম অনেক কম মাত্র ১৬ হাজার। লোকেশন চট্টগ্রাম।এত কম দামে পেয়ে সাথে সাথেই ফোন।কথা হল সব কিছু ঠিক ঠাক। ৩০% টাকা এডভান্স বাকিটা এস এ পরিবহনে পণ্য পেয়ে।অ্যাডভান্স দিয়ে দিল। তারপর অ্যাড উদাও,নাম্বার অফ !আর আসেনি তার আইফোন ৫ ।
প্রতারণার কিছু কৌশল থেকে সাবধান থাকুন এবং অন্যদেরও সাবধান করুন ।
Bikroy.com নিয়ে আইটি বিশেষজ্ঞরা যা বলছেন
ঢাকার একটি আইটি ফার্মে কর্মরত সোহেলের মতে, Bikroy.com এবং আরো যত কেনাবেচার সাইট আছে এদের বেশিরভাগ কার্যক্রমই বিতর্কিত। এদের মূল উদ্দেশ্য গ্রাহককে সেবা দেওয়া নয় লোভনীয় সব বিজ্ঞাপন দিয়ে ইউজার আকৃষ্ট করে ব্যবসা করা।
সোহেলের সাথে একমত পোষণ করে আরেকটি আইটি ফার্মে কর্মরত রনি জানিয়েছেন, খোলা চোখে মনে হয় Bikroy.com ফ্রি সেবা দিচ্ছে এবং অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু, মোটেই তা নয়। এদের মুল ব্যবসা হচ্ছে পেইজ ভিজিটকারীরা। লোভনীয় সব বিজ্ঞাপন দিয়ে ইউজারদের যতবেশি আকৃষ্ট করতে পারবে ততবেশি তথ্য জমা হবে তাদের ডাটাবেসে। আর এই ডাটাবেস দিয়েই Bikroy.com গোপনে কোটি কোটি টাকার ব্যবসা করে। পাশাপাশি এসব বেচাকেনার সাইটগুলো চোর-বাটপার আর ছিনতাইকারীদের নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। এদের মাধ্যমে খুব সহজেই চুরি করা পণ্য বিক্রি করতে পারছে  অপরাধীরা।
Bikroy.com-এর ভুতুড়ে মিডিয়া বিভাগ
শীর্ষ নিউজের পক্ষ থেকে Bikroy.com-এ বেশ কয়েকবার যোগাযোগ করার পরও দায়িত্বশীল কাউকে বক্তব্যের জন্য পাওয়া যায়নি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে Bikroy.com-এ দু’দিনে পাঁচবার যোগাযোগ করা হলেও প্রতিবারই দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু, বিজ্ঞাপন প্রতারণা বিষয়ে বক্তব্যের জন্য মিডিয়া বিভাগের কাউকেই পাওয়া যায়নি। সঙ্গত কারণেই প্রশ্ন এসে যায়, দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন বেচাকেনার Bikroy.com সাইট-টির দায়িত্বে থাকা কর্তাদের দায়িত্ববোধ নিয়ে।
সুত্রঃ শীর্ষ নিউজ

Share this:

ABOUT ME

Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments :