মেলার প্রথম পাঁচ দিনে প্রায় ৫ হাজারেরও বেশি BORNOMALA Sim নিবন্ধন করেছেন আগ্রহীরা।
বইমেলার শুরু থেকেই টেলিটকের স্টলে হুমড়ি খেয়ে পড়ছে মেলার দর্শনার্থীরা। টেলিটকের স্টলের সামনে দেখা গেছে, কয়েকটি লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন মেলায় আসা দর্শনার্থীরা। তাদের লক্ষ্য টেলিটক বর্ণমালা সিম সংগ্রহ করা। লম্বা লাইনের জন্য চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিদিন।
মেলায় সিম পেতে লাইনে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল। তিনি বলেন, ৫০ টাকায় Teletalk BORNOMALA Sim পাচ্ছি। টেলিটকের কাস্টমার কেয়ার সব জায়গায় নেই। মেলায় এসে পাইলাম, তাই সংগ্রহ করছি।
এদিকে টেলিটকের বিতরণকৃত লিফলেটের জন্য মেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে বলেও মনে করছেন অনেকে। একাডেমি প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এসব লিফলেট।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ সিম বর্ণমাল (Teletalk BORNOMALA Sim) ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। টেলিটকের স্টল থেকে সিম কিনতে আইডি কার্ড ও ছাত্রদের এসএসসির নম্বরপত্রের ফটোকপি জমা দিয়ে নিবন্ধন করতে হয়। মেলায় শুধু বর্ণমেলা প্যাকেজের সিম পাওয়া যাচ্ছে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ডেপুটি ম্যানেজার সঞ্জয় কুমার দত্ত জানান, মেলার প্রথম দিনে মাত্র ৫টি সিম বিক্রি হলেও এ পর্যন্ত প্রায় সাত শতাধিক সিম বিক্রি হয়। যেহেতু সিম বিক্রির প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ।
তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫ হাজারেরও অধিক গ্রাহক সিমের জন্য নিবন্ধন করেছেন।
0 comments :
Post a Comment