সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের আমার ২য় তম পোস্টের সূচনা। আজকের প্রকাশিত ১ম পোস্টে আলোচনা করেছিলাম আইডিএম কিভাবে ব্যবহার ও ইনস্টল করবেন। অতপর ২য় তম পোস্টে কি বলতে যাচ্ছি তা বোধ হয় পোস্টের শিরোনাম দেখেই বোধগম্য।
মূলত ভিডিও, অডিও হতে শুরু করে নানান রকম ডাউনলোড করার জন্য আমরা পিসিতে অনেক ধরনের ডাউনলোডার সফটওয়্যার ব্যবহার করে থাকি। তবে তার মধ্যে আইডিএম অত্যধিক জনপ্রিয়। লাইসেন্স হতে শুরু করে প্যাচের মাধ্যমেই আইডিএম ব্যবহার করছি। যাইহোক আজকে আপনাদেরকে শিখাবো আইডিএম এর মাধ্যমে কিভাবে আপনার যাবতীয় ভিডিও গুলো ডাউনলোডগুলো শিডিউল আকারে নামাবেন।
শিডিউল আকারে ডাউনলোডের সুবিধা নিম্নরুপ:
মনে করুন এই মুহুর্তে জরুরী প্রয়োজনে আপনি ক্যাম্পাস কিংবা অন্য কোন কাজে ঘরের বাইরে বাহির হইবেন। কিন্তু মনে সায় দিচ্ছে না। কেননা, আপনার প্রিয় ভিডিও কিংবা ডাউনলোড ফাইল গুলো নামাবেন এক একটি করে অথবা পচ্ছন্দ করে। আসলে আমরা অনেকেই ডাউনলোড করার নিয়ম জানি না। কেননা, অনেকেই শিডিউলভাবে ডাউনলোড না করে একটি ডাউনলোড শেষে অন্যটি ডাউনলোড করি। ফলে সেই সময় পর্যন্ত আপনাকে বসে থাকতে হচ্ছে। নাহ! বন্ধুরা এখন বসে থাকার সময় নাই। আপনার প্রিয় ডাউনলোড ফাইলগুলো এখন শিডিউলভাবে দেখিয়ে দিয়ে যেখানে খুশী সেখানে যাইতে পারেন। বাইরে হতে বাসায় ফিরে দেখবেন আপনার দেখানো ফাইলগুলো কখন যে পিসিতে ডাউনলোড হয়ে গিয়েছে বুঝতেই পারবেন না।
আসলে শিডিউল কথার অর্থ হল -এর দ্বারা একটা ডাউনলোড শেষ হলে অপর একটি ফাইল অটো ডাউনলোড হওয়া শুরু হবে ।
গতকালকের রাতে আমার পিসিতে শিডিউল সিস্টেম করে পিসি অন করে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখিপিস অফ হয়ে গেছে এবং সকল ডাউনলোড সাকসেসভাবে হয়েছে। অর্থাত শিডিউলভাবে করলে কাজ শেষ হবার পর আপনার পিসি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন এবার শিখে নেওয়া যাক-
১। মূলত আমরা যে ইন্টারনেট স্পীড পাই তাতে একসাথে কখনও দুটি ফাইল ডাউনলোড করা যায় না । এই শিডুলার দ্বারা আপনার অনুপস্থিতিতেও একটি ডাউনলোড শেষ হলে অটো অপর ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে । এর জন্য আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সে গুলো একটি একটি করে ডাউনলোড দিয়ে অল্পএকটু ( ইচ্ছামত ) ডাউনলোড হলে pause করুন
২। এবার idm open করে নিচের ছবির মত downloads >scheduler এ ক্লিক করুন ।
২। এবার উপরের files in the queue এ ক্লিক করুন । DOWNLOAD file at the same time এ- 1 করে দিন । এবার নিচের apply button এ ক্লিক করুন । যে যে ফাইল pause করে রেখেছিলেন নিচে সেই ফাইল গুলো আসবে ।
৩। এবার হুবহু নিচের ছবির মত start now এ ক্লিক করুন ।
৪। এরুপ করার ফলে ফাইল গুলো উপর থেকে নিচে একটার পর একটা download হওয়া শুরু হবে ।
ফাইল এর উপর থেকে নিচে position change করার জন্য নিচের arrow বাটন use করতে পারেন । যদি মনে করেন আপনার পিসি ডাউনলোড কাজ শেষ করার পর একাকি বন্ধ মানে Shutdown হয়ে যাবে তাহলে Schedule অপশনে ক্লিক করে Turn off Computer when done বক্সে টিক মার্ক দিলেই হবে।
ফাইল এর উপর থেকে নিচে position change করার জন্য নিচের arrow বাটন use করতে পারেন । যদি মনে করেন আপনার পিসি ডাউনলোড কাজ শেষ করার পর একাকি বন্ধ মানে Shutdown হয়ে যাবে তাহলে Schedule অপশনে ক্লিক করে Turn off Computer when done বক্সে টিক মার্ক দিলেই হবে।
সম্মানীত ভিজিটির বন্ধুগণ! আশা করি উপরোক্ত আলোচনার বিষয়টি বুঝতে পেরেছেন। এবার বিদায়ের পালা। আজকের প্রকাশিত পোস্ট সম্পর্কে কোন অভিমত থাকলে তা কমেন্ট করতে পারেন। এবং হ্যা আপনাদের অনেকের মত আমিও ব্যস্ত। তবে পিসি হেল্প লাইনে যখনই সময় পাব ইনশাআল্লাহ্ পোস্ট করার চেষ্টা করব। অপরদিকে আমাকে এবং আমার বন্ধুটীমদের ফলো করতে নিচের লিংক গুলো অনসুরন করুন এবং আপডেট থাকুন!!
Twitter Website
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment