ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর খেলা দেখার সময়সূচীর জানার জন্য অনেক তো ফিকচার ডাউনলোড করলেন? কিন্তু আপনারা এখন পর্যন্ত বেশিরভাগ ফিকচার ইংরেজীতে পেয়েছেন। যেগুলোর অধিকাংশতেই আন্তর্জাতিক সময়সূচী অনুযায়ী তৈরি। সেই চাহিদা অনুভব করেই বানিয়ে ফেললাম একটি এন্ড্রয়েড এপপ্স। এতে আপনি এবারের ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ শিডিউলটি পাবেন সম্পূর্ণ বাংলাতে। এমনকি খেলার সময়সূচীগুলোও বাংলাদেশের সময় অনুযায়ী। আরও রয়েছে অংশগ্রহনকারী ক্রিকেট টিমগুলোর গ্রুপ ভেদে তালিকা,ম্যাচের নিয়ম কানুন, প্রাইজমানি , থিম সং এবং ভেন্যুসমূহ।
আজকেই এপপ্সটি আপলোড দিলাম। অ্যাপসটি গুগল প্লে স্টোর গিয়ে
ICC World Cup 2015 BD Time লিখে সার্চ দিন কয়েকটা এপপ্স চলে আসবে। একটু আগে আপলোড দিয়েছি তাই ৪-৫টা এপপ্স এর নিচে থাকবে। এই এপপ্স এর নিচে আমার নাম থাকবে
Ariful Islam অথবা এই লিঙ্ক
https://play.google.com/store/apps/details?id=icc.cricket.worldcup&hl=enথেকে ডাউনলোড করে নিন। আর যারা সরাসরি ডাউনলোড করতে চান, এখান থেকে ডাউনলোড করে নিন।
এক দেখে নিন কি কি থাকছে এই এপপ্সেঃ
———————–* বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপের সময়সূচী
* অংশগ্রহনকারী ক্রিকেট টিমগুলোর আলাদা সময় সূচী, যাতে করে আপনাকে পুরো শিডিউলটি পড়তে হবে না। যাস্ট আপনার প্রিয় দলের নামের উপর ক্লিক করলেই চলে আপনার সামনে আপনার প্রিয় দলের ম্যাচের সময়সূচী।
* এবারের বিশ্বকাপের জন্য ঘোষিত টিম স্কোয়াড।দেখতে পারবেন কোন কোন প্লেয়ারদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে।
* কোন কোন ভেনুতে খেলা হবে তার নাম সমূহ।
* বিশ্বকাপের ইতিহাস এবং এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেই বিশ্বকাপ গুলোর ফাইনাল ম্যাচের বিবরণি সমূহ।
* এবার বিশ্বাকাপের ম্যাচের নিয়ম কানুন।
* বিশ্বকাপের প্রাইজমানি। চ্যাম্পিয়ন হলে কত পাবে , রানার্সআপদল কত পাবে, সেমি ফাইনালে হারলে কত ইত্যাদি সম্পূর্ণ বিবরণ।
* বিশ্বকাপের প্রমো সং এবং টাইগার দের জন্য গাওয়া থিম সং এর কথা এবং ডাউনলোড করার লিঙ্ক সমূহ।
এপপ্সটি কেমন হলো দেখে Play Store এ গিয়ে রিভিউ ও মন্তব্য করতে ভুলবেন না যেন।
0 comments :
Post a Comment