পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রীত গেমের নামটি জানেন? ইএ স্পোর্টসের ফিফা ফুটবল গেমটিই পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম। জনপ্রিয় এই গেম সিরিজের সর্বশেষ সংস্করণ ‘ফিফা-১৫’ সেপ্টেম্বর মাসে প্লেস্টেশন, এক্সবক্স ও পিসি গেমারদের জন্য এসেছে। এ ছাড়া স্মার্টফোনেও গেমটি বিনা মূল্যে খেলা যাবে। ‘ফিফা-১৫’-কে আরও বেশি আধুনিক করা হয়েছে। যোগ করা হয়েছে নতুন অনেক ফিচার। খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, গোল উদ্যাপন, দর্শকদের মাতামাতিসহ বিভিন্ন ধরনের ‘ইমোশন’ তো থাকছেই, সেই সঙ্গে আছে প্রতিটি দলের খেলোয়াড়দের একে অপরের সঙ্গে মানসিক ভাব প্রকাশের সুবিধা। খেলায় যেকোনো ধরনের ফাউল, রেফারির সিদ্ধান্ত ইত্যাদির বিপরীতে খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব মনোভাবও প্রকাশ করতে পারেন। বাস্তবের মতোই হাতাহাতি, বাজে ফাউলে আহত হওয়ার পর শারীরিক ভঙ্গি, গোল করার পর আনন্দ কিংবা গোল মিস হওয়ার হতাশা আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবর্তন এসেছে খেলার মাঠের পরিবেশেও। গ্যালারিকে করা হয়েছে আগের চেয়ে আরও প্রাণবন্ত। পছন্দের দলের ভালো খেলায় উল্লাস করবে সমর্থকেরা আর খারাপ খেলায় হতাশা প্রকাশ করবে সতীর্থরা।
খেলোয়াড়দের স্কিলড মুভগুলো আরও মসৃণ করা হয়েছে। বল ড্রিবলিং, অন্য খেলোয়াড়দের পাস, সেকেন্ড প্লেয়ার কলিং—এসব হবে আরও নিখুঁত। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ও আরও নিখুঁত কন্ট্রোলিং—এসবের সমন্বয়ে ফিফা ১৫ সত্যিই এক অসাধারণ গেম।
খেলতে যা লাগবে
ওএস: উইন্ডোজ ৭/৮/৮.১ ৬৪-বিট
প্রসেসর: কোর টু কোয়াড ২.৪ গিগাহার্টজ বা এএমডি ফেনোম কোয়াড কোর
র্যাম: ৪ গিগাবাইট
হার্ডডিস্ক ড্রাইভ: ১৩ গিগাবাইট খালি জায়গা
ভিডিও কার্ড: এটিআই র্যাডন এইচডি ৫৭৭০, এনভিডিয়া জিটিএক্স ৬৫০
ডিরেক্টএক্স: ১১.০
যাই হোক ফিফা তাদের অফিসিয়াল ফিফা ১৫ রিলিজ করলেও এত দিন ধরে তা ছিল ডেমো ভার্সন কারন কারন এই গেম ভালো কোন crack নেট এ ছিল না । ফলে ছিল অনেক সীমাবদ্ধতা । কিছুদিন আগে টরেন্ট এ ফিফা ১৫ এরcrack রিলিজ হয়েছে । তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফিফা ২০১৫ এর জেনুইন crack ফাইল টি। ডাউনলোড করতে ক্লিক করুন
এখানে
(এটি একটি টরেন্ট লিঙ্ক, তাই আপনার কম্পিউটার এ অবশ্যই utorrent অথবা bittorrent ইন্সটল থাকতে হবে। না থাকলে ডাউনলোড করে নিন
এখানথেকে)
অথবা ডাইরেক্ট ডাউনলোড করুন
এখান থেকে।
বিঃদ্রঃ যেহেতু ক্র্যাক টি নতুন রিলিজ হয়েছে। তাই আপনার কম্পিউটার এ একটি না হলে অন্যটি ট্রাই করুন। (টরেন্ট ফাইল টি উইন্ডোজ ৭ এ টেস্টের)
আর যারা এখনো ফিফা ১৫ ডাউনলোড করেন নি। তারা টরেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন।
0 comments :
Post a Comment