আপুদের জন্য হাজির হলাম কিছু ফাটাফাটি Rupchorcha Tips বাংলা রুপচর্চা টিপস, আরো আপনাদের সাথে শেয়ার করবো Rupchorcha Tips Apps (বাংলা রুপচর্চা অ্যাপস) । শুধু মেয়েরা নয় ছেলেরাও এই Bangla Rupchorcha Tips (রুপচর্চা টিপস) টিপস গুলো অনুসরণ করে সুফল পেতে পারেন। কাজেই পড়ুন>কাজে লাগান>জানিয়ে দিন পৃথিবীকে আপনিও পারে সব জয় করতে।
- বাদাম, চন্দনে ত্বকের সুরক্ষা
রাকৃতিক নানা উপাদান ত্বকের সুরক্ষাতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এই ভেষজ উপাদানের ব্যবহারে ত্বকের উজ্জ্বাল্য বাড়ে৷ এর সঙ্গে সৌন্দর্যেও এক নতুন মাত্রা যোগায়৷ চলুন সেই ভেষজ উপাদানগুলোর কথা জেনে নিই৷
বাদাম এবং কমলা লেবু: মেয়েদের একটা সমস্যা হল ব্রোনোর দাগ মেটানো৷ যদি মুখে ব্রোনোর কারণে দাগ হয তাহলে দুটো বাদাম পিষে তার মধ্যে দুধ ও এক চামচ শুকনো কমলা লেবুর গুড়ো মিশিয়ে আস্তে আস্তে মুখে ঐ পেস্টটা লাগান৷ বেশ কিছুক্ষন রাখার পর ঐ প্যাকটা যখন মুখে শুকিয়ে যাবে তখন জল দিয়ে ধুয়ে ফেলুন৷ অল্প দিনের মধ্যেই আপনার মুখের সব দাগ দূর হযে যাবে৷
কাচা দুধ ও চন্দন পাউডার: রোদের কারণে অনেক সময় ত্বক পুড়ে যায়৷ চামড়ার মধ্যে কালো ছাপ তৈরি হয়৷ সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বাল্য ফিরিয়ে আনতে ডাবের জলের মধ্যে কাচা দুধ, অল্প চন্দন পাউডার, শশার রস, লেবুর রস, বেসন মিশিয়ে একটা প্যাক তৈরি করুন৷ সপ্তাহে দু দিন ঐ প্যাকটা সারা শরীরে লাগিয়ে বেশ কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে কালো ভাবটা দূর হয়ে যাবে৷
- চুল পড়া বন্ধ করুন
আজকালকার দূষন যুক্ত পরিবেশে অনেক মানুষেরই কম বয়েসে চুল পড়ে যায়৷ এই সমস্যা কাটাবার জন্যে নিম পাতা ও মেথী দানাকে ভালো করে সেদ্ধ করে নিন এবং সেই রসকে মাথার চুলের উপরে লাগান৷ তারপর ভালো করে শ্যাম্পু করে নিলে আপনার চুল পড়ার হার আস্তে আস্তে কমে যাবে৷
- ত্বকের চটচটে ভাব কমানোর পদ্ধতি
আমাদের মধ্যে অনেকের ত্বক চটচটে হবার জন্য সৌন্দর্য্য বিঘ্নিত হয়ে যায়৷ ত্বকের এই চটচটে ভাব কমানোর ব্যাপারে বিশেষ কার্যকরী হল শশা, কাঁকুড় ও টমেটো৷ এবার এগুলিকে একসাথে নিন ও ভালো করে পিষে নিন৷ এই মিশ্রনটিকে ত্বকের
- ত্বককে সংক্রমন থেকে রক্ষা করুন
মুখের উপরে বা ত্বকের অন্যান্য স্থানে যদি কোন প্রকারের সংক্রমন হয়, তাহলে আপনি খুব সহজ উপায়েই এই সমস্যার সমাধান করতে পাড়েন৷ ত্বকের যে স্থানে সংক্রমন হয়েছে সেই স্থানে দুধের সরের সাথে কিছুটা পরিমানে হলুদ মিশিয়ে সেই সংক্রমিত স্থানে লাগান৷ কিছু দিনের মধ্যে ক্ষত স্থান ঠিক হয়ে যাবে৷
- ত্বককে মুলায়ম করে তুলুন
আপনার ত্বক যদি খসখসে ধরনের হয়ে থাকে তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়৷ তাই ত্বকের এই অবস্থা দূর করবার সেদ্ধ আপেলের সাথে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিয়ে মুখের উপরে প্রলেপ লাগিয়ে নিন৷ কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন৷
- ত্বকের মৃত অংশ দূর করুন
আপনাদের অনেকের ত্বকের উপরের অংশের কোষগুলি শুকিয়ে যায়৷ যার ফলে ত্বকের সজীবতা অনেকাংশেই কমে যায়৷ এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব৷ প্রথমে দুধের সাথে কিছুটা পরিমানে নুন মিশিয়ে নিন৷ তারপর এই মিশ্রনটিকে ত্বকের উপরে মালিশ করতে থাকুন৷ এই মালিশ হয়ে যাবার পর আলুর টুকড়োগুলি দিয়ে মালিশ করতে থাকুন৷
- সহজ উপায়ে ব্রন কমান
অনেকে প্রকৃত সুন্দরী হলেও ব্রনর সমস্যার জন্যে তাদের রূপ প্রকাশিত হতে পারেনা৷ ব্রন সমস্যাকে খুব সহজ ঘরোয়া উপায়ে মেটানো সম্ভব৷ এর জন্যে পরিস্কার আটার সাথে কিছুটা পরিমান মধু, পাতিলেবুর রস এবং বাদাম বাটা মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রনটিকে প্রতিদিন মুখের প্রলেপের মতন করে লাগাতে থাকুন৷ কয়েক সপ্তাহ ধরে এই নিয়ম মেনে চললে আপনার ব্রন সমস্যা একেবারে কমে যাবে৷
- মুখের রঙ ফর্সা করুন
*আলুর চোকলা ছাড়িয়ে আলুটা ভাল করে কিষে নিন৷ এই কেষা আলুটা মুখে লাগান৷ এতে আপনার মুখের কালো ছাপটা দূর হয়ে যাবে৷ ত্বকও নমনীয় হবে৷
*মালাই আর গোলাপ জল মিশিয়ে হালকা ম্যাসেজের মধ্যে দিয়ে মুখে লাগান৷ এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে৷* দুধ আর মধু মিশিয়ে ধীরে ধীরে ঘাড়,হাত এবং পায়ে মালিশ করুন৷ এতে ত্বক নমনীয় হবে৷* পেঁপে ভাল করে চটকে এর মধ্যে মধু আর দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরী করুন৷ এই প্যাকটা মুখে ও হাতে লাগিয়ে কিছুক্ষন রাখার পর ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের সব নোংরা দূর হয়ে যাবে৷
- সৌন্দর্য বাড়ানোর ফলদায়ী টিপস
ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আমরা চেহারার সৌন্দর্য বাড়াতে পারি৷ এই প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে কি ভাবে সৌন্দর্য বাড়ানো যায় চলুন জেনে নিই৷
* লেবুর রসের মধ্যে চিনি মিশিয়ে ঐ মিশ্রনটা কনুই,ঘাড় এবং হাতে ভাল করে রগড়ান৷ এতে শুধু নোংরাই দূর হবে না৷ আপনার ত্বকও মুলায়াম হবে৷ এর সঙ্গে ট্যানিংও দূর হয়ে যাবে৷
গরমে চুলের সুরক্ষা কি করে বজায় রাখবেন?
গরম কালে ধুলো বালিতে চুল একেবারে রুক্ষ্ণ হয়ে যায়৷ চুলকে রুক্ষ্ণতার হাত থেকে বাঁচাতে প্রতিদিন মাথা ভাল করে ধুন এবং চুলে কন্ডিশনার লাগান৷
- বেসন আর হলুদ লাগান
বেসন আর হলুদ লাগান
বেসনের সঙ্গে হলুদ ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান ৷ত্বক উজ্জ্বল হবে৷
গোলাপ জল চাকচিক্য বাড়ায়
মুখে প্রতিদিন গোলাপ জল লাগান৷ ত্বকের গ্ল্যামার বাড়বে৷
ত্বক মোলায়েম করে পুদিনা
পুদিনা বেটে মুখে লাগানোর পরে 20-25 মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন৷ ত্বক মোলায়েম হবে৷
মেথি ডেনড্রাফ দূর করে
100 গ্রাম মেথিদানা জলের মধ্যে মিশিয়ে তা পিষে মাথায় লাগান খুসকী কমে যাবে৷
গাজরে খুসকী নাশ
গাজরের রস মাথায় লাগান খুসকী কমে যাবে৷
- পেঁপের পেস্ট লাগান
পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন৷ ত্বকের কালো ভাব দূর হয়ে যাবে৷ ব্রোনো হবে না৷
- রোদ থেকে মুখ বাঁচান
রোদে যদি মুখ পুড়ে যায় তাহলে জাম পাতা,আম পাতা বেটে ঐ পেস্টের মধ্যে হলুদ গুড়ো মিশিয়ে মুখে লাগান৷ আপনার ত্বক উজ্জ্বল হবে ৷
- ত্বকের কালো ছাপ মেটান
যদি ত্বকের মধ্যে কালো ছাপ হয়ে যায় তাহলে চিনির রসের মধ্যে নুন মিশিয়ে ভালো করে মালিশ করুন কালো ছাপ দূর হয়ে যাবে৷
- চোখের নীচের কালো ছাপ মেটান
গরমের দিনে রাতে শোওয়ার আগে চোখে গোলাপ জল দিতে কখনও ভুলবেন না৷ এছাড়া শশা, কাচা দুধের ক্রিমটাও চোখের জন্য উপকারী৷ এগুলো চোখে দিলে কখনও চোখ জ্বালা অনুভব করবেন না৷ চোখের নীচের কালো ছাপও মিটে যাবে৷
- মেক আপ তুলে ঘুমান
চেহারা সাবান দিয়ে না ওয়াশ করে ফেশওয়াশ ব্যবহার করুন৷ রাত্রে শুতে যাওয়ার আগে আপনার মেকআপ অবশ্যই ধুয়ে ফেলুন৷
মুখের উজ্জ্বাল্য বাড়ান
গোলাপের পাপড়ি পিশে দুধের স্বরের মধ্যে মিশিয়ে মুখে লাগান৷ এতে আপনার মুখের উজ্জ্বাল্য বাড়বে৷
- ত্বকের তৈলাক্ত ভাব কমান
ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে চন্দনের মধ্যে স্বল্প পরিমান গন্ধক মিশিয়ে নিন৷ গরমের সময়ে এই প্যাক ত্বকের পক্ষে খুবই লাভদায়ক৷
ব্রোনোর দাগ মেটান
পুদিনার মিন্ট ত্বকের গরম দূর করে৷ ব্রণের হাত থেকে রক্ষা করে৷ ব্রণের দাগ মিটিয়ে দেয়৷
- ফেশওয়াশ লাগান
চেহারা সাবান দিয়ে না ওয়াশ করে ফেশওয়াশ ব্যবহার করুন৷ রাত্রে শুতে যাওয়ার আগে আপনার মেকআপ অবশ্যই ধুয়ে ফেলুন৷
- ব্রোনো দূর করার টিপস
ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রোনো৷ ব্রোনো থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন৷
* বেশী পরিমাণে নিরামিষ খাবার৷ আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন৷
* ডেয়ারী প্রোডাক্টসের মধ্যে হরমোনাল কন্টেন্ট বেশী পরিমাণে রয়েছে যা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়৷ এই কারণেই পনীর, দুধ এবং দই কম খান৷
* কোল ডিঙ্ক্রস খাওয়া একেবারেই বন্ধ করে দিন৷
* আচার খাবেন না৷ তবে মিষ্টি চাটনি খেতে পারেন৷
* খুব বেশী পরিমাণে জল খান৷ দিনে যদি দু লিটার জল খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে৷ জল বেশী খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে৷ আপনি ব্রোনোর সমস্যা থেকে পরিত্রান পাবেন৷
* আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়৷ তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন৷
- মুখের দাগ দূর করুন
মুখের কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছেন? পাকা পেঁপে আপনার এই সমস্যা দূর করে দেবে৷ যদি মুখে কালো দাগ হয়ে যায় তাহলে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে মুখে লাগান৷ এই লেপটা যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই লেপটা লাগান৷ এই ভাবে তিন চার বার এই লেপটা লাগান৷
20 মিনিট লেপটা লাগিয়ে রাখার পরে মুখটা ভালো করে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন৷ এই ভাবে দিন 15-20 আপনি ঐ লেপটা লাগাতে পারেন আপনার মুখের কালো ছাপ অনায়াসেই দূর হয়ে যাবে৷
- বলিরেখা দূর করার উপায়
বয়সের সঙ্গে মুখে বলিরেখা পড়ে যায়৷ প্রাকৃতিক কিছু উপাদান আছে যার প্রয়োগে এই বলিরেখা থেকে অনায়াসেই রেহাই পেতে পারেন৷ চলুন সেই উপায়টা জেনে নিই৷
* বেসন, লেবু আর মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে মুখের বলিরেখা দূর হবে৷
* অত্যাধিক রোদের প্রভাবে মুখে বলিরেখা তৈরী হয়৷ রোদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷
* আপেল খান৷ এর সঙ্গে আপেলের চোকলা শুকিয়ে তা গুড়ো করে মুখে লাগান৷ এতে উপকার পাবেন৷
* রাতে শোওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে দুধের স্বরের মধ্যে বাদাম মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে শুন৷ সকালে উঠে বেসন দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন৷ এতে বলিরেখা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে৷
* প্রতিদিন সেলাড খান৷
* দিনে একবার গাজরের রস খান৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷ বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন৷
*টমেটো কেটে মুখে লাগান৷ এতে বলিরেখা দূর হয়ে যাবে৷
- পাকা চুল দূর করার উপায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকে৷ সেটা প্রকৃতির নিয়ম৷ কিন্তু অনেক সময়ে আবার কম বয়সেও চুল পাকতে শুরু করে৷ চুল সাদা হওয়ার পিছনে আসল কারণটা হল চুলের কোষে রঙীন পিগমেন্ট উত্পন্ন হয় যাকে মেলানিন বলে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে এই রঙীন পিগমেন্টের মাত্রা কমতে থাকে৷ হাওয়া লাগার ফলে চুলের পিগমেন্টের অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়৷ এছাড়াও চুল সাদা হয়ে যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে৷ চলুন তা জেনে নিই৷
* মানসিক টেনশন
* অনিয়মিত খাবার খাওয়া
* জল এবং বায়ু দূষন
* টাইফয়েড বা লিভার সংক্রান্ত কোন রোগ হলে চুল পেকে যায়৷
* অত্যাধিক গরম জলে মাথা ধোওয়া
* ঠিক মত মাথা না ধোওয়া
* চুলে অত্যাধিক পরিমাণে ডাই ও রাসায়নিক পদার্থ প্রয়োগ করা
পাকা চুল রোধ করার ঘরোয়া পদ্ধতি
*আমলকীকে মেহেন্দীর পাতার সঙ্গে ভাল করে বেটে চুলে লাগান৷ প্রায় এক দেড় ঘন্টা রাখার পর ভালো করে মাথা ধুয়ে নিন৷
* কাড়ি পাতা খেলে মাথার চুল সাদা হবে না৷
* আমলকীর রস চুলে লাগালে চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷
* নারকেল তেলের মধ্যে মেহেন্দী পাতার রস মিশিয়ে ভাল করে ফোটান৷ ঐ তেলটা মাথায় লাগিয়ে দু ঘন্টার রাখার পর চুল ভাল করে ধুয়ে ফেলুন৷ এটা চুলের পুষ্টি যোগাবে৷ চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷
-
চটজলদি খুসকী কমান
খুসকী চুলের মারাত্মক একটা সমস্যা৷ বেশীরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন৷ বাজারে অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু লাগানোতে সাময়িক কমলেও পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না৷ এই খুসকীতে যেমন চুল পড়ে৷ মাথার উপর সাদা সাদা খুসকী ভেসে থাকার ফলে চেহারার সৌন্দর্যও ম্লান হয়ে যায়৷ চলুন ঘরোয়া পদ্ধতিতে কি করে অল্প সময়ে খুসকী দূর করা যায় তা জেনে নিই৷
* এক মগ জলের মধ্যে তাজা নীম পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন৷ পাঁচ মিনিট ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিন৷ এবার ছাকনি দিয়ে জলটা ছেঁকে নিন৷ এই জলটা দিয়ে সপ্তাহে অন্তত চার-পাঁচ বার মাথা ধুন৷ মাথা ধোওয়ার দশ মিনিট পরে আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে ফেলুন৷
* গাজর পিষে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মাথার গোড়াতে ভাল করে লাগিয়ে 20 মিনিট রেখে দিন৷ এরপর আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন৷
* 100 গ্রাম মেথিদানা রাতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন৷ পরের দিন সকালে ঐ মেথি দানাকে পিষে নিন৷ এবার এই মেথির পেস্টটা চুলের গোড়ায় লাগান৷ 20 মিনিট রাখার পরে আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন৷
- ব্রোনো দূর করে এরোমা ফেস প্যাক
আপনার কি তৈলাক্ত ত্বক? আপনি কি ব্রোনোর সমস্যায় ভোগেন? এরোমো থেরাপির মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷এরোমা থেরাপিতে অয়েল থাকে৷ হয়ত ভাবছেন এই অয়েল আপনার ত্বকের তৈলাক্ত ভাবকে বাড়িয়ে ব্রোনোর সমস্যা বাড়াবে৷ এই ধারণা একেবারেই ভুল৷ এরোমা থেরাপি ত্বকের জন্য খুব উপকারী৷
এরোমা অয়েল হল অ্যান্টিসেপ্টিক৷ এর মধ্যে অ্যান্টিব্যাকটোরিয়াল পদার্থ রয়েছে৷ তৈলাক্ত ত্বকের জন্য এই থেরাপি খুবই ফলদায়ী৷
এক চামচ কেয়োলিন পাউডারের সঙ্গে এক চামচ আযুর্বেদিক পিম্পল ফেস প্যাক,এক এক ফোঁটা কেমোমিলা, ল্যাভেন্ডার, জুনিয়ার পাচোলী, লাইম এরোমাকে একসঙ্গে মিশিয়ে নিন৷ এই এসেন্থিয়াল ওয়েলকে এক ফোঁটা ফেস মাস্কের মধ্যে মেশান ৷ এবার এটাকে অ্যালোবেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগান৷ মুখে লাগানোর পরে 20 মিনিট পর্যন্ত রাখুন৷ তারপরে মুখ ধুয়ে ফেলুন৷
এই প্যাকটাকে প্রতিদিন দুবার মুখে লাগান৷
- ফর্সা হবার প্যাক
মুসুর ডালের প্যাক লাগিয়ে আপনি ফর্সা হতে পারবেন৷ দীর্ঘদিন যদি নিয়ম মেনে মুখে মুসুরির ডালের প্যাক লাগান তাহলে সহজেই আপনার মুখের কালো ছাপটা দূর হয়ে যাবে৷ চলুন এই প্যাক কি করে তৈরী করবেন তা জেনে নিই৷
* মুসুরির ডালকে রাতে দুধের মধ্যে ভিজিয়ে রাখুন৷ সকাল বেলায় ডালটা পিষে মুখে লাগান৷ রোজ যদি মুখে এই প্যাকটা লাগান আপনার চেহারায় কালো ভাবটা দূর হয়ে যাবে৷
* মুসুরির ডাল পিষে তার মধ্যে মধু এবং দই মিশিয়ে মুখে লাগান৷ এতে আপনার ত্বক সতেজ হবে৷
* যদি মুখে বা পীঠে দাগ হয় মুসুরির ডালের মধ্যে চালের পেস্টটা মিশিয়ে ওর মধ্যে চন্দন পাউডার,মুলতানী মাটি, কমলা লেবুর শুকনো চোকলা মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ এর মধ্যে 2 চামচ শশার রসও মেশাতে পারেন৷ মুখে এবং শরীরের নানা স্থানে ঐ পেস্টটা লাগান৷ শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন৷
*মুসুর ডাল গুড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান৷ রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন৷ প্রতিদিন রাতে শোওয়ার আগে 2 ফোটা লেবুর রসের সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে মুখে লাগান৷ আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে আপনার মুখের রঙ ফর্সা হয়ে যাবে৷
- বাদাম, চন্দনে ত্বকের সুরক্ষা
রাকৃতিক নানা উপাদান ত্বকের সুরক্ষাতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এই ভেষজ উপাদানের ব্যবহারে ত্বকের উজ্জ্বাল্য বাড়ে৷ এর সঙ্গে সৌন্দর্যেও এক নতুন মাত্রা যোগায়৷ চলুন সেই ভেষজ উপাদানগুলোর কথা জেনে নিই৷
বাদাম এবং কমলা লেবু: মেয়েদের একটা সমস্যা হল ব্রোনোর দাগ মেটানো৷ যদি মুখে ব্রোনোর কারণে দাগ হয তাহলে দুটো বাদাম পিষে তার মধ্যে দুধ ও এক চামচ শুকনো কমলা লেবুর গুড়ো মিশিয়ে আস্তে আস্তে মুখে ঐ পেস্টটা লাগান৷ বেশ কিছুক্ষন রাখার পর ঐ প্যাকটা যখন মুখে শুকিয়ে যাবে তখন জল দিয়ে ধুয়ে ফেলুন৷ অল্প দিনের মধ্যেই আপনার মুখের সব দাগ দূর হযে যাবে৷
কাচা দুধ ও চন্দন পাউডার: রোদের কারণে অনেক সময় ত্বক পুড়ে যায়৷ চামড়ার মধ্যে কালো ছাপ তৈরি হয়৷ সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বাল্য ফিরিয়ে আনতে ডাবের জলের মধ্যে কাচা দুধ, অল্প চন্দন পাউডার, শশার রস, লেবুর রস, বেসন মিশিয়ে একটা প্যাক তৈরি করুন৷ সপ্তাহে দু দিন ঐ প্যাকটা সারা শরীরে লাগিয়ে বেশ কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে কালো ভাবটা দূর হয়ে যাবে৷
- চুল পড়া বন্ধ করুন
আজকালকার দূষন যুক্ত পরিবেশে অনেক মানুষেরই কম বয়েসে চুল পড়ে যায়৷ এই সমস্যা কাটাবার জন্যে নিম পাতা ও মেথী দানাকে ভালো করে সেদ্ধ করে নিন এবং সেই রসকে মাথার চুলের উপরে লাগান৷ তারপর ভালো করে শ্যাম্পু করে নিলে আপনার চুল পড়ার হার আস্তে আস্তে কমে যাবে৷
- ত্বকের চটচটে ভাব কমানোর পদ্ধতি
আমাদের মধ্যে অনেকের ত্বক চটচটে হবার জন্য সৌন্দর্য্য বিঘ্নিত হয়ে যায়৷ ত্বকের এই চটচটে ভাব কমানোর ব্যাপারে বিশেষ কার্যকরী হল শশা, কাঁকুড় ও টমেটো৷ এবার এগুলিকে একসাথে নিন ও ভালো করে পিষে নিন৷ এই মিশ্রনটিকে ত্বকের
- ত্বককে সংক্রমন থেকে রক্ষা করুন
মুখের উপরে বা ত্বকের অন্যান্য স্থানে যদি কোন প্রকারের সংক্রমন হয়, তাহলে আপনি খুব সহজ উপায়েই এই সমস্যার সমাধান করতে পাড়েন৷ ত্বকের যে স্থানে সংক্রমন হয়েছে সেই স্থানে দুধের সরের সাথে কিছুটা পরিমানে হলুদ মিশিয়ে সেই সংক্রমিত স্থানে লাগান৷ কিছু দিনের মধ্যে ক্ষত স্থান ঠিক হয়ে যাবে৷
- ত্বককে মুলায়ম করে তুলুন
আপনার ত্বক যদি খসখসে ধরনের হয়ে থাকে তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়৷ তাই ত্বকের এই অবস্থা দূর করবার সেদ্ধ আপেলের সাথে গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে নিয়ে মুখের উপরে প্রলেপ লাগিয়ে নিন৷ কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে মুখটিকে ধুয়ে নেবেন৷
- ত্বকের মৃত অংশ দূর করুন
আপনাদের অনেকের ত্বকের উপরের অংশের কোষগুলি শুকিয়ে যায়৷ যার ফলে ত্বকের সজীবতা অনেকাংশেই কমে যায়৷ এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব৷ প্রথমে দুধের সাথে কিছুটা পরিমানে নুন মিশিয়ে নিন৷ তারপর এই মিশ্রনটিকে ত্বকের উপরে মালিশ করতে থাকুন৷ এই মালিশ হয়ে যাবার পর আলুর টুকড়োগুলি দিয়ে মালিশ করতে থাকুন৷
- সহজ উপায়ে ব্রন কমান
অনেকে প্রকৃত সুন্দরী হলেও ব্রনর সমস্যার জন্যে তাদের রূপ প্রকাশিত হতে পারেনা৷ ব্রন সমস্যাকে খুব সহজ ঘরোয়া উপায়ে মেটানো সম্ভব৷ এর জন্যে পরিস্কার আটার সাথে কিছুটা পরিমান মধু, পাতিলেবুর রস এবং বাদাম বাটা মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রনটিকে প্রতিদিন মুখের প্রলেপের মতন করে লাগাতে থাকুন৷ কয়েক সপ্তাহ ধরে এই নিয়ম মেনে চললে আপনার ব্রন সমস্যা একেবারে কমে যাবে৷
- মুখের রঙ ফর্সা করুন
*আলুর চোকলা ছাড়িয়ে আলুটা ভাল করে কিষে নিন৷ এই কেষা আলুটা মুখে লাগান৷ এতে আপনার মুখের কালো ছাপটা দূর হয়ে যাবে৷ ত্বকও নমনীয় হবে৷
*মালাই আর গোলাপ জল মিশিয়ে হালকা ম্যাসেজের মধ্যে দিয়ে মুখে লাগান৷ এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে৷* দুধ আর মধু মিশিয়ে ধীরে ধীরে ঘাড়,হাত এবং পায়ে মালিশ করুন৷ এতে ত্বক নমনীয় হবে৷* পেঁপে ভাল করে চটকে এর মধ্যে মধু আর দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরী করুন৷ এই প্যাকটা মুখে ও হাতে লাগিয়ে কিছুক্ষন রাখার পর ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের সব নোংরা দূর হয়ে যাবে৷
*মালাই আর গোলাপ জল মিশিয়ে হালকা ম্যাসেজের মধ্যে দিয়ে মুখে লাগান৷ এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে৷* দুধ আর মধু মিশিয়ে ধীরে ধীরে ঘাড়,হাত এবং পায়ে মালিশ করুন৷ এতে ত্বক নমনীয় হবে৷* পেঁপে ভাল করে চটকে এর মধ্যে মধু আর দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরী করুন৷ এই প্যাকটা মুখে ও হাতে লাগিয়ে কিছুক্ষন রাখার পর ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের সব নোংরা দূর হয়ে যাবে৷
- সৌন্দর্য বাড়ানোর ফলদায়ী টিপস
ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আমরা চেহারার সৌন্দর্য বাড়াতে পারি৷ এই প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে কি ভাবে সৌন্দর্য বাড়ানো যায় চলুন জেনে নিই৷
* লেবুর রসের মধ্যে চিনি মিশিয়ে ঐ মিশ্রনটা কনুই,ঘাড় এবং হাতে ভাল করে রগড়ান৷ এতে শুধু নোংরাই দূর হবে না৷ আপনার ত্বকও মুলায়াম হবে৷ এর সঙ্গে ট্যানিংও দূর হয়ে যাবে৷
* লেবুর রসের মধ্যে চিনি মিশিয়ে ঐ মিশ্রনটা কনুই,ঘাড় এবং হাতে ভাল করে রগড়ান৷ এতে শুধু নোংরাই দূর হবে না৷ আপনার ত্বকও মুলায়াম হবে৷ এর সঙ্গে ট্যানিংও দূর হয়ে যাবে৷
গরমে চুলের সুরক্ষা কি করে বজায় রাখবেন?
গরম কালে ধুলো বালিতে চুল একেবারে রুক্ষ্ণ হয়ে যায়৷ চুলকে রুক্ষ্ণতার হাত থেকে বাঁচাতে প্রতিদিন মাথা ভাল করে ধুন এবং চুলে কন্ডিশনার লাগান৷
- বেসন আর হলুদ লাগান
বেসন আর হলুদ লাগান
বেসনের সঙ্গে হলুদ ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান ৷ত্বক উজ্জ্বল হবে৷
গোলাপ জল চাকচিক্য বাড়ায়
মুখে প্রতিদিন গোলাপ জল লাগান৷ ত্বকের গ্ল্যামার বাড়বে৷
ত্বক মোলায়েম করে পুদিনা
পুদিনা বেটে মুখে লাগানোর পরে 20-25 মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন৷ ত্বক মোলায়েম হবে৷
মেথি ডেনড্রাফ দূর করে
100 গ্রাম মেথিদানা জলের মধ্যে মিশিয়ে তা পিষে মাথায় লাগান খুসকী কমে যাবে৷
গাজরে খুসকী নাশ
গাজরের রস মাথায় লাগান খুসকী কমে যাবে৷
বেসনের সঙ্গে হলুদ ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান ৷ত্বক উজ্জ্বল হবে৷
গোলাপ জল চাকচিক্য বাড়ায়
মুখে প্রতিদিন গোলাপ জল লাগান৷ ত্বকের গ্ল্যামার বাড়বে৷
ত্বক মোলায়েম করে পুদিনা
পুদিনা বেটে মুখে লাগানোর পরে 20-25 মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন৷ ত্বক মোলায়েম হবে৷
মেথি ডেনড্রাফ দূর করে
100 গ্রাম মেথিদানা জলের মধ্যে মিশিয়ে তা পিষে মাথায় লাগান খুসকী কমে যাবে৷
গাজরে খুসকী নাশ
গাজরের রস মাথায় লাগান খুসকী কমে যাবে৷
- পেঁপের পেস্ট লাগান
পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন৷ ত্বকের কালো ভাব দূর হয়ে যাবে৷ ব্রোনো হবে না৷
- রোদ থেকে মুখ বাঁচান
রোদে যদি মুখ পুড়ে যায় তাহলে জাম পাতা,আম পাতা বেটে ঐ পেস্টের মধ্যে হলুদ গুড়ো মিশিয়ে মুখে লাগান৷ আপনার ত্বক উজ্জ্বল হবে ৷
- ত্বকের কালো ছাপ মেটান
যদি ত্বকের মধ্যে কালো ছাপ হয়ে যায় তাহলে চিনির রসের মধ্যে নুন মিশিয়ে ভালো করে মালিশ করুন কালো ছাপ দূর হয়ে যাবে৷
- চোখের নীচের কালো ছাপ মেটান
গরমের দিনে রাতে শোওয়ার আগে চোখে গোলাপ জল দিতে কখনও ভুলবেন না৷ এছাড়া শশা, কাচা দুধের ক্রিমটাও চোখের জন্য উপকারী৷ এগুলো চোখে দিলে কখনও চোখ জ্বালা অনুভব করবেন না৷ চোখের নীচের কালো ছাপও মিটে যাবে৷
- মেক আপ তুলে ঘুমান
চেহারা সাবান দিয়ে না ওয়াশ করে ফেশওয়াশ ব্যবহার করুন৷ রাত্রে শুতে যাওয়ার আগে আপনার মেকআপ অবশ্যই ধুয়ে ফেলুন৷
মুখের উজ্জ্বাল্য বাড়ান
গোলাপের পাপড়ি পিশে দুধের স্বরের মধ্যে মিশিয়ে মুখে লাগান৷ এতে আপনার মুখের উজ্জ্বাল্য বাড়বে৷
- ত্বকের তৈলাক্ত ভাব কমান
ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে চন্দনের মধ্যে স্বল্প পরিমান গন্ধক মিশিয়ে নিন৷ গরমের সময়ে এই প্যাক ত্বকের পক্ষে খুবই লাভদায়ক৷
ব্রোনোর দাগ মেটান
পুদিনার মিন্ট ত্বকের গরম দূর করে৷ ব্রণের হাত থেকে রক্ষা করে৷ ব্রণের দাগ মিটিয়ে দেয়৷
- ফেশওয়াশ লাগান
চেহারা সাবান দিয়ে না ওয়াশ করে ফেশওয়াশ ব্যবহার করুন৷ রাত্রে শুতে যাওয়ার আগে আপনার মেকআপ অবশ্যই ধুয়ে ফেলুন৷
- ব্রোনো দূর করার টিপস
ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রোনো৷ ব্রোনো থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন৷
* বেশী পরিমাণে নিরামিষ খাবার৷ আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন৷
* ডেয়ারী প্রোডাক্টসের মধ্যে হরমোনাল কন্টেন্ট বেশী পরিমাণে রয়েছে যা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়৷ এই কারণেই পনীর, দুধ এবং দই কম খান৷
* কোল ডিঙ্ক্রস খাওয়া একেবারেই বন্ধ করে দিন৷
* আচার খাবেন না৷ তবে মিষ্টি চাটনি খেতে পারেন৷
* খুব বেশী পরিমাণে জল খান৷ দিনে যদি দু লিটার জল খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে৷ জল বেশী খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে৷ আপনি ব্রোনোর সমস্যা থেকে পরিত্রান পাবেন৷
* আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়৷ তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন৷
- মুখের দাগ দূর করুন
মুখের কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছেন? পাকা পেঁপে আপনার এই সমস্যা দূর করে দেবে৷ যদি মুখে কালো দাগ হয়ে যায় তাহলে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে মুখে লাগান৷ এই লেপটা যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই লেপটা লাগান৷ এই ভাবে তিন চার বার এই লেপটা লাগান৷
20 মিনিট লেপটা লাগিয়ে রাখার পরে মুখটা ভালো করে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন৷ এই ভাবে দিন 15-20 আপনি ঐ লেপটা লাগাতে পারেন আপনার মুখের কালো ছাপ অনায়াসেই দূর হয়ে যাবে৷
- বলিরেখা দূর করার উপায়
বয়সের সঙ্গে মুখে বলিরেখা পড়ে যায়৷ প্রাকৃতিক কিছু উপাদান আছে যার প্রয়োগে এই বলিরেখা থেকে অনায়াসেই রেহাই পেতে পারেন৷ চলুন সেই উপায়টা জেনে নিই৷
* বেসন, লেবু আর মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে মুখের বলিরেখা দূর হবে৷
* অত্যাধিক রোদের প্রভাবে মুখে বলিরেখা তৈরী হয়৷ রোদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷
* আপেল খান৷ এর সঙ্গে আপেলের চোকলা শুকিয়ে তা গুড়ো করে মুখে লাগান৷ এতে উপকার পাবেন৷
* রাতে শোওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে দুধের স্বরের মধ্যে বাদাম মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে শুন৷ সকালে উঠে বেসন দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন৷ এতে বলিরেখা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে৷
* প্রতিদিন সেলাড খান৷
* দিনে একবার গাজরের রস খান৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷ বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন৷
*টমেটো কেটে মুখে লাগান৷ এতে বলিরেখা দূর হয়ে যাবে৷
* বেসন, লেবু আর মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে মুখের বলিরেখা দূর হবে৷
* অত্যাধিক রোদের প্রভাবে মুখে বলিরেখা তৈরী হয়৷ রোদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷
* আপেল খান৷ এর সঙ্গে আপেলের চোকলা শুকিয়ে তা গুড়ো করে মুখে লাগান৷ এতে উপকার পাবেন৷
* রাতে শোওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে দুধের স্বরের মধ্যে বাদাম মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে শুন৷ সকালে উঠে বেসন দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন৷ এতে বলিরেখা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে৷
* প্রতিদিন সেলাড খান৷
* দিনে একবার গাজরের রস খান৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷ বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন৷
*টমেটো কেটে মুখে লাগান৷ এতে বলিরেখা দূর হয়ে যাবে৷
- পাকা চুল দূর করার উপায়বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকে৷ সেটা প্রকৃতির নিয়ম৷ কিন্তু অনেক সময়ে আবার কম বয়সেও চুল পাকতে শুরু করে৷ চুল সাদা হওয়ার পিছনে আসল কারণটা হল চুলের কোষে রঙীন পিগমেন্ট উত্পন্ন হয় যাকে মেলানিন বলে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে এই রঙীন পিগমেন্টের মাত্রা কমতে থাকে৷ হাওয়া লাগার ফলে চুলের পিগমেন্টের অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়৷ এছাড়াও চুল সাদা হয়ে যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে৷ চলুন তা জেনে নিই৷
* মানসিক টেনশন
* অনিয়মিত খাবার খাওয়া
* জল এবং বায়ু দূষন
* টাইফয়েড বা লিভার সংক্রান্ত কোন রোগ হলে চুল পেকে যায়৷
* অত্যাধিক গরম জলে মাথা ধোওয়া
* ঠিক মত মাথা না ধোওয়া
* চুলে অত্যাধিক পরিমাণে ডাই ও রাসায়নিক পদার্থ প্রয়োগ করা
পাকা চুল রোধ করার ঘরোয়া পদ্ধতি
*আমলকীকে মেহেন্দীর পাতার সঙ্গে ভাল করে বেটে চুলে লাগান৷ প্রায় এক দেড় ঘন্টা রাখার পর ভালো করে মাথা ধুয়ে নিন৷
* কাড়ি পাতা খেলে মাথার চুল সাদা হবে না৷
* আমলকীর রস চুলে লাগালে চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷
* নারকেল তেলের মধ্যে মেহেন্দী পাতার রস মিশিয়ে ভাল করে ফোটান৷ ঐ তেলটা মাথায় লাগিয়ে দু ঘন্টার রাখার পর চুল ভাল করে ধুয়ে ফেলুন৷ এটা চুলের পুষ্টি যোগাবে৷ চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷ - চটজলদি খুসকী কমান
খুসকী চুলের মারাত্মক একটা সমস্যা৷ বেশীরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন৷ বাজারে অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু লাগানোতে সাময়িক কমলেও পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না৷ এই খুসকীতে যেমন চুল পড়ে৷ মাথার উপর সাদা সাদা খুসকী ভেসে থাকার ফলে চেহারার সৌন্দর্যও ম্লান হয়ে যায়৷ চলুন ঘরোয়া পদ্ধতিতে কি করে অল্প সময়ে খুসকী দূর করা যায় তা জেনে নিই৷
* এক মগ জলের মধ্যে তাজা নীম পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন৷ পাঁচ মিনিট ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিন৷ এবার ছাকনি দিয়ে জলটা ছেঁকে নিন৷ এই জলটা দিয়ে সপ্তাহে অন্তত চার-পাঁচ বার মাথা ধুন৷ মাথা ধোওয়ার দশ মিনিট পরে আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে ফেলুন৷
* গাজর পিষে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মাথার গোড়াতে ভাল করে লাগিয়ে 20 মিনিট রেখে দিন৷ এরপর আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে নিন৷
* 100 গ্রাম মেথিদানা রাতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন৷ পরের দিন সকালে ঐ মেথি দানাকে পিষে নিন৷ এবার এই মেথির পেস্টটা চুলের গোড়ায় লাগান৷ 20 মিনিট রাখার পরে আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন৷
- ব্রোনো দূর করে এরোমা ফেস প্যাক
আপনার কি তৈলাক্ত ত্বক? আপনি কি ব্রোনোর সমস্যায় ভোগেন? এরোমো থেরাপির মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷এরোমা থেরাপিতে অয়েল থাকে৷ হয়ত ভাবছেন এই অয়েল আপনার ত্বকের তৈলাক্ত ভাবকে বাড়িয়ে ব্রোনোর সমস্যা বাড়াবে৷ এই ধারণা একেবারেই ভুল৷ এরোমা থেরাপি ত্বকের জন্য খুব উপকারী৷
এরোমা অয়েল হল অ্যান্টিসেপ্টিক৷ এর মধ্যে অ্যান্টিব্যাকটোরিয়াল পদার্থ রয়েছে৷ তৈলাক্ত ত্বকের জন্য এই থেরাপি খুবই ফলদায়ী৷
এক চামচ কেয়োলিন পাউডারের সঙ্গে এক চামচ আযুর্বেদিক পিম্পল ফেস প্যাক,এক এক ফোঁটা কেমোমিলা, ল্যাভেন্ডার, জুনিয়ার পাচোলী, লাইম এরোমাকে একসঙ্গে মিশিয়ে নিন৷ এই এসেন্থিয়াল ওয়েলকে এক ফোঁটা ফেস মাস্কের মধ্যে মেশান ৷ এবার এটাকে অ্যালোবেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগান৷ মুখে লাগানোর পরে 20 মিনিট পর্যন্ত রাখুন৷ তারপরে মুখ ধুয়ে ফেলুন৷
এই প্যাকটাকে প্রতিদিন দুবার মুখে লাগান৷
- ফর্সা হবার প্যাক
মুসুর ডালের প্যাক লাগিয়ে আপনি ফর্সা হতে পারবেন৷ দীর্ঘদিন যদি নিয়ম মেনে মুখে মুসুরির ডালের প্যাক লাগান তাহলে সহজেই আপনার মুখের কালো ছাপটা দূর হয়ে যাবে৷ চলুন এই প্যাক কি করে তৈরী করবেন তা জেনে নিই৷
* মুসুরির ডালকে রাতে দুধের মধ্যে ভিজিয়ে রাখুন৷ সকাল বেলায় ডালটা পিষে মুখে লাগান৷ রোজ যদি মুখে এই প্যাকটা লাগান আপনার চেহারায় কালো ভাবটা দূর হয়ে যাবে৷
* মুসুরির ডাল পিষে তার মধ্যে মধু এবং দই মিশিয়ে মুখে লাগান৷ এতে আপনার ত্বক সতেজ হবে৷
* যদি মুখে বা পীঠে দাগ হয় মুসুরির ডালের মধ্যে চালের পেস্টটা মিশিয়ে ওর মধ্যে চন্দন পাউডার,মুলতানী মাটি, কমলা লেবুর শুকনো চোকলা মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ এর মধ্যে 2 চামচ শশার রসও মেশাতে পারেন৷ মুখে এবং শরীরের নানা স্থানে ঐ পেস্টটা লাগান৷ শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন৷
*মুসুর ডাল গুড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান৷ রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন৷ প্রতিদিন রাতে শোওয়ার আগে 2 ফোটা লেবুর রসের সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে মুখে লাগান৷ আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে আপনার মুখের রঙ ফর্সা হয়ে যাবে৷
*মুসুর ডাল গুড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান৷ রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন৷ প্রতিদিন রাতে শোওয়ার আগে 2 ফোটা লেবুর রসের সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে মুখে লাগান৷ আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে আপনার মুখের রঙ ফর্সা হয়ে যাবে৷
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment