কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন।আমাকে প্রথমেই ক্ষমা করবেন কারণ আমি খুব ভাল বাংলা জানিনা,অনেকদিন USA ছিলাম তাই বাংলা লেখায় একটু ভুল হলে ক্ষমা করবেন।, কিত্তু নিজের ভাষাতো তাই পুরোপুরি কখনোই ভুলিনাই। ok আমি-আল্-জিজান,আমি পেশায় একজন H.N.W software engineer,এবং আমি US Citizenshipআমি PayPal & EBAY Inc এ system operation engineer হিসেবে বিগত ৫ বছর কাজ করেছি (15 feb 2008- 19 dec 2013),
এখন SoftWorld Inc তে system administrator of web-network software operation’s,
হিসেবে কাজ করছি।
২৫মে 2014আমি বাংলাদেশে এসেছি আমার নিজের software company open করার জন্য।আর আমার I.T Company Base chine বা আমার hi-tech software companyএর সাথে bangladesh Base I.T Company গুলোকে USA Base I.T Service’s এ Link করার জন্য।
আমি 19 November 2014 পর্যন্ত দেশে থাকবো।
বাংলাদেশে এসে প্রথমেই যে সমস্যাটা দেখলাম তা হলো PayPal Support করেনা ঠিকআছে but Alternative way এবং PayPal stady না করে PayPal use করে
তাই ভাবলাম আমার work experience সবার সাতে share করি।
আজ আমি verified paypal account নিয়ে বিস্তারিত কথা বলব।এবং এর সমস্যা,সমাধান নিয়ে বিস্তারিতআলোচনা করব।
এবং personal account কি? Premier account কেন? আর business account কেন দরকার,PayPal & Payoneer system’s এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।আমরা জানি যে verified paypal আমাদের কত টা জরুরী।verified paypal account ছাড়া online এ কেনাকাটা,domain & hosting কেনা কিংবা online এ কোনো ব্যবসা করা প্রায় অসম্বভ।
কিত্তু আমরা যে বাজ্ঞালী তাই সবকিছুই বিকল্প খুজি কিত্তু আমরা যে verified paypal account এর বিকল্প পথ গুলা জানি তা চিরস্তাহি নয়,আমরা মুলত ৪ ভাবে verified paypal account খুলে থাকি তা হল 1- ETRADE এ account খুলে, 2-virtual credit card বা (VCC) এর মাধ্যমে, virtual internet country bank (VICB) এর মাধ্যমে।
কিত্তু এইগুলো দিয়ে paypal account খুললে paypal account verified ঠিক দেখা যাবে কিত্তু আসলে verified হবে না। কারণ এগুলো fake।।। আর paypal কখনো কোনো fake verified way support করে না।কিত্তু paypal আপনার account সাথে সাথে block করবে না। যখনই কোনো লেন-দেন কিংবা online এ কোনো কিছু Buy করবেন যেমন- domain কিংবা hosting কিংবা কোনো products, ঠির তার কিছুক্ষন পরেই দেখবেন যে your paypal account as been suspended or limited!!!এই রকম একটি লেখা।
আমার মনে হয় আমরা সবাই কম-বেশি এরকম কষ্ট পেয়েছি!!!
আরো কষ্টের কথা এই যে,
আমাদের কষ্টের dollar গুলো না ওঠানো গেল না খরছ করা গেল।আজ ও হয়তো আমরা আমাদের limited হওয়া paypal account আর আমাদের paypal account এর dollar গুলো দেখি আর আজ ও হয়তো মনে করি যে PayPal কেন bangladesh এর মানুষদের কাদায়।
এর উত্তর না আপনাদের কাছে আছে,না সরকারের কাছে আছে,না আমার কাছে পুরোপুরি আছে।
কিত্তু আমার কাছে কিছু system আছে যেটা আমি PayPal এ কাজ করার কারনে জেনেছি।
যাইহোক পরে এ বিষয়ে আসছি।
উপরের ৩টি বিষয় পুরানো হয়েছে তাই উপরের বিষয় নিয়ে আর আলোচনা করলাম না।
কিত্তু 4th টা হল Payoneer us payment service এর virtual US Bank account দিয়ে verified PayPal করি & moeny withdrew করি।
কিত্তু আমরা কি জানি Payoneer US Payment service’s আসলে কেন?
world 1 online payment gateway PayPal যেখানে bangladesh support করেনা payoneer কিভাবে এতবড় সাহস পায় যে PayPal কে টেক্কা দিবে?
আমরা কি কখনো PayPal & Payoneer এর partner’s T&C নিয়ে stady করেছি?
আমরা কি কখনো Payoneer এর USA to Bangladesh money-withdrew T&C read-out করেছি?
আমরা কি কখনো payoneer USA partner’s company payment service’s t&c stady করেছি?
কানো করব? আমরাতো হুজুকে বাংলাদেশ।
আমরা সব সময় অন্যকে follow করি। আমরা কোন একটা পোস্ট এ দেখলাম যে কিভাবে payoneer to PayPal verifiy করতে হয় আর টাকা withdrew করতে হয়,বাসস !!! আর কি দরকার stady করার।
আমি নিজেই এখন PayPal & Payoneer এর Bangladesh Brunch এর owner,co-founder,chairmn,head of operation & country dicrector!!
(sorry একটু বেশিইইইইই বললাম নাতো? নিজেকেই জিজ্ঞেস করুন।)
কিত্তু সত্যতা হলো payoneer দিয়েও verified করলেও PayPal account limited হয়ে যায়।
আর Payoneer দিয়ে PayPal Verified করলে সুধুযে PayPal account limited হয় তা কিন্তু না বরং Payoneer account এর US Payoneer service’s sunpend হয়ে যায় ।
(paypal to payoneer 500$ cancel payment shot)
সবচেয়ে মজার বিষয় হলো প্রথম ৩টি উপায়ে টাকাঁ তোলা যায়না আর ৪থ উপায়ে verified আর কয়েকবার টাকাঁ তোলাযায় নিজের payoneer master-card এ যেকোন master-card supported ATM Booth থেকে ।এটাই সবচেয়ে মজার বিষয়।
এইবার আসি PayPal & Payoneer প্রশ্ন-উত্তর পর্বে=
- তাহলে আসলে payoneer us payment service’s কি?
উত্তর= payoneer us payment service হল payoneer এর us partner’s company payout এর option’s,
মানে ওই USA Company যেসব দেশকে support করে সেসব দেশকে payout service’s দিবে payoneer,
যেহেতু আমরা online payment gateway নিয়ে কথা বলছি তাই একটা বাংলাদেশ supported payoneer partner payment processor এর উদাহরণ দেই।তা-হল amazon payments service’s
আপনার payoneer account দিয়ে আপনি amazon payemnts এর money recived করতে পারবেন।
but bangladesh unsupported us company verified payment received করতে পারবেন না।
প্রশ্ন 2.যদি bangladesh unsupported us company payment recived করলে সমস্য। তাহলে আমি কিভাবে PayPal to Payoneer payment recived করতেছি।
উত্তর= Brother আপনি মনে হয় আমার কথায় মনোযোগ দিয়ে পরেননি।
প্রশ্ন 3- মানে বুঝিনাই ভাই।
উত্তর= আমি কিত্তু বলিনি আপনি payment recived করতে পারবেন না।আমি কিত্তু বলেছি verified payment recived করতে পারবেন না।
প্রশ্ন4.ohhh Brother তাইতো!!! এবার বলেন verified Payment আর unverified payment কি?
উত্তর= verified payment হল যে USA Company থেকে আপনি payment received করতেছেন, সে এবং payoneer আপনাকে verify করেছে কিনা।
যদি না করে থাকে তাহলেই আপনি unverified payment received করছেন।
প্রশ্ন5, তাহলে আমি কিভাবে verify করব আমার account,আর verify না করলে কি সমস্যা হতে পারে।
উত্তর= verify না করলে আপনার payoneer account এর us payment service’s band আর আপনার us company account এর money-withdrew service’s disable হয়ে যাবে যেকোন সময়।কোন warning ছাড়াই!!!
আর verify করার জন্য আপনাকে আপনার us payment company এর bangladesh কে তাদের country supported listed হতে হবে।
PayPal & Payoneer প্রশ্ন-উত্তর পর্ব শেষ
…………………………………………………………………………………………………
last 5 years i was worked at PayPal & Ebay
but আমি এখন আর PayPal & Ebay inc তে কাজ করিনা।
আমি এখন softworld inc তে কাজ করি।
so PayPal এর security policy নিয়ে কেন আমার দেশেরমানুষকে help করব না। কেন আমার দেশের মানুষের কষ্টের টাকাঁ সহজ করবো না।
মুল-প্রশ্ন – অনেক বলেছেন আল-জিজান ভাই,এবার বাংলাদেশ থেকে কিভাবে PayPal use করব সেটা বলেন।
আর আপনার সাথে কিভাবে contact করব help এর জন্য।
উত্তর-আমি দুঃখিত যে পোস্টে আমি বাংলাদেশ থেকে PayPal use এর জন্য যে কয়েকটি software use করতে হয়।তা দিতে পারব না। কারণ paid software
আর public share করলে misuse হবে।but আমি personally অবশ্যই আপনাদের কে দিব ।
তারজন্য আমার সাথে personally যোগাযোগ করতে হবে।
*Ok PayPal master verification process শুরু করি।*
PayPal থেকে বাংলাদেশে verified টাকাঁ ওটানোর পথ হল-
আপনার PayPal কে অবশ্যই কোণ US local bank এর verified হতে হবে।
তারপর ওই us local bank এর visa বা master-card আপনার PayPal এ link করতে হবে।
তারপর আপনার PayPal এর US phone verified করুন।
তারপর আপনার PayPal এর US Driving license PayPal এর us verification mail send করুন।
তারপর আপনার PayPal এর merchant verified করুন।
তারপর আপনার PayPal এ business details with legal document’s submit করুন আপনার PayPal এর profile page থেকে।
তারপর আপনার PayPal এ আপনার USA Social security number(SSN) submit করুন আপনার PayPal এর profile page থেকে।
তারপর আপনার PayPal এর address verified করুন।
তারপর আপনার PayPal এর T&C Review দিন আপনার notification bar থেকে।
সবকিছু ঠিক থাকলে আপনার PayPal full verified হবে।
***সবশেষে আপনার PayPal এর update bank account page এ যান। তারপর link a bank account এ click করুন।
আপনি যেহেতু আগেই us local bank account & bank issue int master or visa card link করেই রেখেছেন তাই আপনার 2nd bank এর billing country address verified করবে না PayPal,
আর আমরা এটা কাজে লাগাবো মানে আমরা এখন আমাদের payoneer এর us payment service এর virtual us bank account PayPal add করব।
আর PayPal না চাইলেও Payoneer আপনার US payment funding source দেখতে চাবে।যদি চায় তাহলে আপনার PayPal এর screenshot payoneer কে email পাটাবেন।যেহেতু PayPal আপনাকে আর কোণ verification চায় নাই তাই Payoneer ও তেমন কিছু চাবেনা।আর Payoneer যখন us payment verification এর জন্য email করবে,তখন payoneer support email এ ওরা সুধু PayPal account এর screenshot চাবে।চাবে।যদি চায় তাহলে আপনার PayPal এর screenshot payoneer কে email পাটাবেন।
বাসসস!!! কাজ শেষ।এখন unlimited Payment PayPal to Payoneer টাকাঁ আনেন কোণ রকম account limited এর চিত্তা ছারাই।***
……………………………………………………………………………………………………………………………………………………………………….
Real Life-Time Full Verified PayPal Account দেখতে এবং আরো details জানতে আমার video tutorial টা দেখুন।
……………………………………………………………………………………………………………………………………………………………………….
আমার কাছে কয়েকটি Big-Business verified PayPal Accouont আছে।যেগুলোতে সব করা আছে মানে
আমি দেশে আসার আগে এগুলো verified করে নিয়ে আসছি –
আমার account গুলোতে সব verified করা আছে।
Us city local bank verified, US Local bank issue visa card verified, SSN verified, address verified, business legal document’s verified, merchant verified ,
আপনাদের help এর জন্য দরকার হয় আমি আমার PayPal Account ও দেখাবো তাও আমি চাই PayPal নিয়ে আর যেন আপনাদের কে কষ্ট না করতে হয়।
অনেক কষ্টকরে লিখেছি আপনাদের যাতে আর কষ্ট করতে না হয়।
আর যে কোন সময় আমাকে call করতে পারেন।
আমি আল্-জিজান
+8801948859345 (24/7 hotline) call anytime any where if you need any help,
আপনাদের help এর দরকার হলে সাথেসাথে call করবেন।রাত-দিন যখই হোক।আমি আছি সব-সময় আপনাদের পাশে।
আমার জন্য দোয়া করবেন।
আর খুব তারাতারি Next Tutorial করব IN SHA ALLAH,
PayPal সম্পর্কে আরো জানতে আমার Next Tutorial এরজন্য waitকরুন।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment