আপনার অ্যানড্রইড ফোন root করে নিলে ফোন এর সিস্টেম ফাইল আপনাকে প্রশাসক অধিকার দিবে। নির্মাতার দ্বারা এর ব্যবহারের জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা মুছে ফেলা হবে। মানে হচ্ছে আপনি একদম স্বাধীন থাকতে পারবেন যা ইচ্ছে করতে পারবেন আপনার মোবাইল এর সাথে। Rooting সাধারণত অধিকাংশ ব্যবহারকারীদের জন্য প্রয়োজন হয় না, কিন্তু আপনি আপনার ডিভাইসের সবচেয়ে ভালো পারফমেন্স পেতে চাইলে রুট করতে পারেন। এটির পদ্ধতি বিভিন্ন ধরনের হয়, এবং নির্দিষ্ট প্রোগ্রাম প্রক্রিয়া সহজ করার রুট করে নিতে পারেন। আমরা এই কাজটি সব থেকে সহজ উপায়ে করা শিখে নিব আজকে। একদম আনাড়ি টাইপের উইজার ও এটি করে নিতে পারবে। কাজটি আমরা একটি সফটওয়্যার দিয়ে করব। এটি ব্যবহার করার পদ্ধতি জানতে এই টিউটোরিয়াল অনুসরণ করুন। আসা করি ভালো লাগবে? :)
- Charge your phone. খুব প্রয়োজনীয় এটি। ফোন রুট করার আগে অবশ্যই আপনার মোবাইল এর মাঝে ৯০% battery লাইফ থাকতে হবে। মানে হচ্ছে একদম ফুল চার্জ নিয়ে তারপরে বসুন।
- ডাউনলোড UnlockRoot Pro.আমরা একটি সফটওয়্যার এর দ্বারা এই কাজটি করব আজকে তাই ডাউনলোড করে নিনএখান থেকে।
- Drivers ডাউনলোড. আপনার মোবাইল এর সফটওয়্যার বা ড্রাইভারটি ইন্সটল করে নিন পিসিতে। মোবাইল কেনার সময় এটি দিয়ে দেয়ার কথা। না থাকলে ডাউনলোড করুন।
- অবশ্যই খেয়াল রাখুন মোবাইল এর মডেল নাম্বার মিলিয়ে ডাউনলোড করছেন।
- Phone to আপনার computer. USB কেবল লাগিয়ে মোবাইলটি কম্পিউটার এর কানেক্ট করুন
- এবার UnlockRoot Pro চালু করুন. এবার সফটওয়্যার টি চালুন করে আপনার মোবাইল ডিভাইস সলেক্ট করে Root button এ চাপুন।
- ডাউনলোড mode. UnlockRoot সফটওয়্যার টি একটি নোটিফিকেশন দেখাবে সেখান থেকে Download mode সিলেক্ট করুন। এবার আপনার মোবাইল রুট প্রক্রিয়া শুরু করবে কিছুক্ষণ অপেক্ষা করুন।
- আপনার মোবাইল রিস্টার্ট হয়ে যাবে ভয়ের কিছু নাই আবার চালু হয়ে কাজ শুরু করবে।
- অপেক্ষাঃ এবার অপেক্ষা করতে থাকুন কাজ শেষ হলে “OK, Root success” লিখাটি দেখতে পারবেন। আপনি চাইলে ব্যাকআপ নিয়ে নিতে পারেন। না নিলেও চলবে। তারপরে YES চেপে আবার রিস্টার্ট দিন।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment