আমি এস, এম, রাসেল। আমার এখনকার পোস্ট উইন্ডোজ ৮.১ সম্পরক্রিত।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৮.১ উইন্ডোজের অন্যান্য সংস্করণের তুলনায় বেশ দৃষ্টিনন্দন এবং কাজের জন্য সুবিধাজনকও বটে। আপনার কম্পিউটার মনিটর যদি মোটামুটি বড় আকারের হয়, তাহলে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রামকে আলাদা উইন্ডোতে নিয়ে কাজ করতে পারবেন। যদিও একাধিক উইন্ডো নিয়ে অন্যান্য উইন্ডোজে কাজ করা যায়, তবে উইন্ডোজ ৮.১-এ আছে বিশেষ এক সুবিধা, যা দিয়ে পর্দাকে টেনে ছোট-বড় না করেই ব্যবহার করা যাবে।
এ জন্য প্রথমে যে প্রোগ্রাম চালাতে চান, সেটি চালু করে নিন। এবার প্রোগ্রামটির ওপরের বাঁ দিকের কোনার টাইটেল বারের আইকনে মাউস কারসর নিয়ে যান। আইকনে ক্লিক করলে কয়েকটি তালিকা দেখা যাবে। এখানে থাকা Split Right-এ ক্লিক করলে ডানে যাবে আর Split Left ক্লিক করলে বাঁয়ে যাবে। যেকোনো একটিতে ক্লিক করুন। এবার দ্বিতীয় আরেকটি প্রোগ্রাম চালু করুন। দেখবেন দ্বিতীয় প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে পর্দার বাকি ফাঁকা অংশ জুড়ে দেখাবে। এবার যদি তৃতীয় কোনো প্রোগ্রাম চালু করেন তাহলে প্রোগ্রামটি চালু হওয়ার আগেই মধ্যবর্তী স্থানে অবস্থান করবে এবং তার ডানে বা বাঁয়ে মাউস পয়েন্টার নিয়ে গেলে সেটি ফ্লিপ করতে থাকবে। যদি এই ফ্লিপের ডান অংশে ক্লিক করেন তাহলে তৃতীয় প্রোগ্রামটি ডান অংশে সেট হবে। বাঁয়ে ক্লিক করলে বাঁ অংশে সেট হবে। এভাবে চাইলেই বড় পর্দার মনিটরে কয়েকটি প্রোগ্রামকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারবেন।
এখন এই পর্যন্তই।
0 comments :
Post a Comment