আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। প্রথমেই বলি দয়াকরে একটু কষ্টকরে হলেও লেখাটি সম্পূর্ণ পড়বেন। এবং শেয়ার করুন আপনার ফেসবুক/ টুইটার/ গুগল প্লাস ওয়ালে।
দেশের কথা আসলেই আমরা সব সময় দোষ দেই রাজনীতিবিদদের বা যারা সরকারপ্রধান তাদের। এবং এই দোষ দেয়াটা খুবই স্বাভাবিক কারণ দেশের ভাগ্য উন্নয়ন দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং জনগণের নিরাপত্তাপ্রধান করার জন্যই দেশের মানুষ ভোটদিয়ে নির্বাচিত করে একজন রাজনীতিবিদকেই সংসদে পাঠায় দেশের জন্য কিছু করার মহৎ উদ্দেশ্যে। সেই রাজনীতিবিদরা কতটুকু সফল বা কতটুকু বিফল সেই প্রশ্নে আজ আমি যাচ্ছি না, হয়তো তারা সফল হয়তোবা বিফল, অবশ্য একথা কিছুটা হলেও সত্য তারা সফল থেকে বিফলই হয় বেশি। তার পরও দেশের যা উন্নয়ন হইছে এই রাজনীতিবিদ দের হাত ধরেই হইছে, এটা স্বীকার করতেই হবে।
কিন্তু জনগণ হিসেবে আমাদের ও কিছু দায়িত্ব আছে আপনি আমি সেটা কতটুকু মানি বা পালন করি? প্রশ্নটা সবার কাছে দিয়ে রাখলাম। কোন রাজনিতিবিধ বা কোন সরকার প্রধান কোনদিনও পারবে না একটা দেশকে উন্নত করতে, যদি না ঐ দেশের জনগণ সচেতন না হয়। একটা সাধারণ দৃশ্য আপনাদের বলি ( এই জিনিষটা আমরা অনেকে করি) আমাদের হাতের কাছে ডাস্টবিন থাকার পরও কিন্তু আমরা ময়লা ডাস্টবিনে ফেলি না! আমরা সেটা ছুড়ে ফেলি রাস্তায় অতবা আঙিনায়।
আরেকটা টেন্ডেঞ্ছি আমাদের অনেকের মধ্যে বিদ্যমান ( মূলত যারা একটু আধুনিক মনমানসিকতার তাদের মধ্যে বেশি) যেমন দেশের একজন যত ভাল শিল্পীই হোক না কেন যত ভাল গান করুক না কেন, আমরা বলব ও কে ? আরে ঐ সব কি ফালতু বাংলা গান একদম আন্সস্মার্ট ! ঐ সব কেও শুনে নাকি? আজব। আবার যত ভাল পরিচালক একটি ছবি বানাক না কেন, আমরা বলব আরে বাংলা মুভি ছিঃ !! ঐ সব মানুষ দেখে? আমার কথা হল ছিঃ টাইপ হলে অবশ্যই ছিঃ বলবেন কিন্তু ভাল হলে কেন সেটা ভাল বলবেন না ?
এখন আসি আজকের মুল আলোচনায়। আমি যে বিষয়টা নিয়ে ধারাবাহিক লিখব বলে সিধান্ত নিয়েছি সেটা হল (মেইড ইন বাংলাদেশ) । দেশীয় পণ্যকে প্রদানত আমাদের ব্লগের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং সচেতন করাই আমার প্রধান উদ্দেশ্য। এবং আমি চাই আমাদের প্রদান পছন্দটা যেন হয় আমাদের দেশিয়ও পণ্য তার পর অন্য কিছু। আর হা আমি বলছিনা যে আপনারা কোন বিদেশি পণ্য ব্যাবহার করবে না, কারণ এখন গুটা বিশ্বটা একটা গ্রামের মত। গ্লোবালাইজেসনের যুগে কোন দেশের পণ্যকে বর্জন করার কথা বলা খুবই হাস্যকর।
যাইহোক আজকের বিষয় পর্ব-১ (দেশের টাঁকা দেশে রাখুন)
পণ্যঃ দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।
প্রথমে আসি টেলিটক সম্পর্কে কিছু অপ-প্রচার
অনেকে আমি জিজ্ঞাস করেছিলাম আপনি কেন টেলিটক ব্যাবহার করেন না ?উত্তর এই রখম। আরে ভাই টেলিটকের সার্ভিস ভাল না/ ফাউল সার্ভিস/ কি যাতা টেলিটক/ নেটওয়ার্ক খুবই দুর্বল/ সিস্টেম অনেক ঝামেলার/ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি…।
আবার আমার প্রশ্ন। আপনি কি আগে টেলিটক ব্যাবহার করেছিলেন? উত্তরঃ না ব্যাবহার করিনাই তবে শুনেছি/ আমার একটা বন্ধু বলেছে/ না ব্যাবহার করিনাই তবে দেখেছি টেলিটকের সুবিধা এবং অন্যান্য অপারেটরের সুবিধা প্রায় সমানই তাহলে কেন ঝামেলা করে টেলিটক ব্যাবহার করবো? / ইত্যাদি ইত্যাদি ……। লোকে বলে না, চিলে কান নিয়ে গেছে ঐ রখম আর কি!
এখন আসি টেলিটকের বাস্তব অবস্তায়।
টেলিটক নিয়ে এসব অপ-প্রচার মূলত বেসরকারি মোবাইলে অপারেটর গুলা চালায়। তার সাথে জড়িত আছে টেলিটকেরই কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং কর্মচারী। এই দুর্নীতিটাই মূলত আমাদের প্রধান সমস্যা। তার সাথে আমরাও যখন ওদের হা এর সাথে হা মিলাই তখন তাদের অপপ্রচার টা হলেযায় একদম সত্যি!
তাহলে দেখুন বাস্তব অবস্তা
প্রথমে দেশের সব থেকে বড় বেসরকারি মোবাইলে অপারেটর গ্রামীণফোনের কল রেইট VS টেলিটক কল রেইট।
গ্রামীণঃ স্মাইল প্যাকেজ
গ্রামীণ টু গ্রামীণ- সকাল৮টাথেকেদুপুর১২টা৩০পয়সা/ ১০সেকেন্ড মিনিট ১.৮০ টাকা
গ্রামীণ টু গ্রামীণ- রাত ১২টা থেকে সকাল ৮টা১১ পয়সা/ ১০ সেকেন্ড মিনিট ৬৬ পয়সা
গ্রামীণ টু অন্যান্য- সকাল ৮টা থেকে দুপুর ১২ টা৩০ পয়সা/ ১০ সেকেন্ড, মিনিট ১.৮০ টাকা
গ্রামীণ টু অন্যান্য- রাত ১২টা থেকে সকাল ৮টা ২৫ পয়সা/ ১০ সেকেন্ড ১.৫০ টাকা
টেলিটক
টেলিটক টু টেলিটক- PEAK (সকাল ৮ টা থেকে ১২ টা ) ৪.৫ পয়সা / ১০ সেকেন্ড, মিনিট ৫৪ পয়সা।
টেলিটক টু টেলিটক OFF-PEAK (রাত ১২ থেকে সকাল ৮ টা ) ২.৫ পয়সা ১০সেকেন্ড, মিনিট 30 পয়সা
টেলিটক টু অন্যান্যFLAT RATE (24 hours) ৭. ৫ পয়সা ১০ সেকেন্ড, মিনিট ৯০ পয়সা।
টেলিটকের কল রেইটের আর বিস্তারিত দেখুন নিচের চিত্রে
আরও বিস্তারিত দেখতে টেলিটকের অফিসিয়াল ওয়েব সাইট থেকে দেখে আসুন
টেলিটক ওয়েব সাইট > http://www.teletalk.com.bd/
এখন আসি ইন্টারনেট ডাটা প্ল্যানে
গ্রামীন –
১ জিবি ৩০০ টাকার ৩০ দিন (১৫% + VAT)
৩ জিবি ৭০০ টাকা ৩০ দিন (+VAT)
৫ জিবি ৮৫০ টাকা ৩০ দিন (+VAT)
টেলিটক -
১ জিবি ১৬০ টাকা ১০ দিন (১৫% + VAT)
১ জিবি ২৬০ টাকা ৩০ দিন (+ VAT)
৫ জিবি ৬০০ টাকা ৩০ দিন (+ VAT)
১০ জিবি ৭৮০ টাকা ৩০ দিন (+ VAT)
টেলিটকের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত আরও বিস্তারিত দেখুন নিচের চিত্রে
টেলিটক ইন্টারনেটের আরও চমৎকার চমৎকার প্লান রয়েছে। সম্পূর্ণ প্লান দেখতে টেলিটকের অফিসিয়াল ওয়েব সাইট ভিজিত করতে এখানে ক্লিক করুন।
পরিশেষের একটা কথা বলব হা আমরা অনেকে অনেক দিন থেকে অন্যান্য অপারেটরের সংযোগ ব্যাবহার করে আসছি। আমরা অনেকে চাইলেও সেই সংযোগ টি পরিবর্তন করতে পারব না । আমি বলব এখন তো প্রায় সব মোবাইলে ২ সিম ব্যাবহার করা যায়। আপনার অন্য সিমের সাথে একটা টেলিটক রাখেন। কল রিসিভ করুন আপনার অন্য নাম্বার দিয়ে কিন্তু কল করুন টেলিটক দিয়ে। তাহলে আমাদের দেশের টাকা গুলা আমাদের দেশের থাকল।
একটা শকিং নিউজ দিয়ে আজকের লেখা শেষ করতেছি! গত কিছুদিন আগে বেসরকারি টেলিভিশন, বাংলা ভিশনে একটা রিপোর্ট দেখলাম প্রতিদিন আমাদের দেশের মানুষ শুধুমাত্র ফোনে কথা বলে ঘন্টায় প্রায় ৪ কোটিটাকা বিদেশে পাচার করি... ! ক্যান ইউ ইমেজিন!!! প্রতি ঘণ্টায় ৪ কোটি টাকা!!! নিউজটা আমাকে ভালো রকম ধাক্কা দিয়েছিল…!!! জানিনা যদি আপনাদেরও ধাক্কা দেয় তাহলে টেলিটক ব্যাবহার করবেন। সমস্যা হয়ত কিছু আছে টেলিটকে আমি স্বীকার করছি। তার পরও আমাদেরই দেশীয় পণ্যইতো। আর কবি বলেছিলেন “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে” নিজের বিভেক কে প্রশ্ন করুন কি করবেন ……।
আল্লাহ্ হাফেজ ভাল থাকবেন সবাই। ২য় পর্ব নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি দিনে…।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment