সোহেল আহমেদ কাজ করেন ফাইভার (fiverr.com) মার্কেটপ্লেসে। এ মার্কেটপ্লেস থেকেই তার মাসিক আয় হচ্ছে গড়ে ১৫০০ডলারের (১লাখ ১৭হাজার টাকা) উপরে। শুরুটা তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে হলেও, বর্তমানে তার সকল আয় হচ্ছে গ্রাফিকস ডিজাইন সম্পর্কিত কাজের মাধ্যমে। আজকে তার এ লোভনীয় অবস্থানে আসার জন্য ভাল প্রতিষ্ঠান হতে ট্রেনিং, তার পরিশ্রম, ধৈয্যটাই কাজে লেগেছে বলে তিনি দাবি করেন। ফেসবুক আইডি: https://www.facebook.com/100001500567633
১। ফ্রিল্যান্সিংয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন?
সোহেলঃ ২০১১ সালে প্রথমআলো পত্রিকায় প্রথম ফ্রীলেন্সিং সম্পর্কে জানতে পারি । কুষ্টিয়ার রাসেল আহমেদ ভাই ও যশোর এর মারজান আহমেদ আপুবেসিস এর অ্যাওয়ার্ড পেয়েছিলেন।সেখান থেকেই ফ্রিলান্সার হওয়ার স্বপ্ন তৈরি হয় ।
২। কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন? সাধারণত কি কাজ করেন?
সোহেলঃ ২০১৩ থেকে শুরু করেছিলাম বলতে কিছুটা উপার্জন করতে সক্ষম হয়েছিলাম । ভিডিও এডিটিং এবং সসিয়াল মিডিয়া মার্কেটিং করতাম । বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি ।
৩। ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছিলেন কিভাবে?
সোহেলঃ আমি নিজে নিজে চেষ্টা করতাম পাশাপাশি ইউটিউব সাহায্য করতো । তারপর ২০১৪ তে এসে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স এ ভতি হয় । সেখানকার উন্নতমানে ট্রেনিং, হাইস্কীলড ট্রেইনার এবং কোর্স করার পাশাপাশি ক্যারিয়ার গড়ার ব্যাপারে তাদের তাগিদা এবং সবসময়ের সহযোগিতা আজকে আমার এত বিশাল সফলতার প্রধান কারন।
৪। কোন মার্কেটপ্লেসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দবোধ করেন? কেন?
সোহেলঃ আমি Fiverr.com এ কাজ করতে পছন্দ করি , কারণ এখানে জব অ্যাপ্লাই করতে হয়ানা । ক্লায়েন্টস এর সাথে বেশি যোগাযোগের প্রয়োজন হয়না।আমার যেভাবে কাজ করতে পছন্দ সেভাবেই কাজ করতে পারি ।
৫। ফ্রিল্যান্সিংয়ের কাজে প্রথমবার কত পেমেন্ট পেয়েছিলেন? কাজ কি ছিল? সেই টাকা দিয়ে কি করেছিলেন?
সোহেলঃ প্রথম পেমেন্ট ৩ মাস এ ৪০০০ টাকা পেয়েছিলাম । ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটায় ছিল । সেই টাকা আমার প্রথম উপার্জন ছিল তাই ওইটা আম্মুর হাতে তুলে দেয়।
৬। ফ্রিল্যান্সিং থেকে আয় করা পেমেন্ট কিভাবে উত্তোলন করেন?
সোহেলঃ Payoneer থেকে উত্তোলন করি ।
৭। ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
সোহেলঃ নিজে একটা টিম তৈরি করে কাজকরার পরিকল্পনা আছে ।
৮। এখন পযন্ত ফ্রিল্যান্সিং থেকে আনুমানিক কি পরিমাণ আয় করেছেন?
সোহেলঃ সেভাবে পরিমান বলা আসলে সম্ভবনা কারণ আমি বিভিন্ন মার্কেটপ্লেস এ কাজ করে থাকি এবং অনেক ক্লায়েন্ট ডিরেক্ট পেমেন্ত করে থাকে, কিন্তু আমার মাসিক ইনকাম সম্পর্কে একটা ধারণা দিতে পারি এখন আমার প্রতি মাসের ইনকাম $1500 এর উপরে।
৯। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনি দিনে কত ঘন্টা ব্যয় করেন? কোন সময়টিতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন?
সোহেলঃ আমি এখন ফুল টাইম ফ্রীলান্সার । রাতে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি ।
১০। ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহীদের সফল হওয়ার পথে অন্তরায় কি বলে মনে করেন?
সোহেলঃ পরিশ্রম, ধৈর্য এবং ভালো কোন প্রতিষ্ঠানে কোর্স করে স্কিল তৈরি করা ।
১১। অনলাইনে আয় করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন?
সোহেলঃ প্রথমে ধৈর্য,পরিশ্রম,ইংরেজিতে যোগাযোগ করার দক্ষতা এবং যেকোনো স্কিল ভালো করে তৈরি করা।
১২। বাংলাদেশের যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক, তাদের জন্য আপনার পরামর্শটি জানান।
সোহেলঃ আমি আপনাদেরকে পরামর্শ দিবো আপনারা নিজেকে পরিশ্রমি, ধৈর্যশীল এবং নিজেকে উপযুক্ত করার চেষ্টা করুন । কাজ শিখুন , নতুন কিছু শিখার এবং ভালো করে শেখার চেষ্টা করুন । কাজ শেখার জন্য ভালো প্রতিষ্ঠান বাছাই করুন । এবং আল্লাহ্র কাছে প্রার্থনা করুন নিজের জন্য এবং সবার জন্য ।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment