Information Technology

This Awesome Blogger Let's be friends and spread the love
together in the world.
Join us on

SD Card Partition করে মোবাইলের internal Memory বাড়িয়ে নিন

অনেকেই মোবাইলের ইন্টারনাল মেমোরী কম বলে বিভিন্ন গেমস খেলতে পারেন না। আর তাছাড়া অনেক এপস সরাসরি ইন্টারনাল মেমোরীতে জমা হয়, যা আমরা চাইলে বেশিরভাগ ক্ষেত্রে মুভ করতে পারিনা। তাই খুব দ্রুত ইন্টারনাল মেমোরী কমে আসে এবং কোন এপস আর ইনস্টল হয়না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইেলর SD Card Partition করতে হবে এবং ইন্টারনাল মেমোরী বাড়াতে হবে।

আপনার যা যা লাগবে

** একটি রুটেড এন্ড্রয়েড ফোন
** কম্পিউটার

Step 1

আপনার মেমোরী কার্ড অবশ্যই Fat32 সিস্টেমে ফরম্যাট হতে হবে। প্রথমেই Mini tool Partition manager install করে অন করে নিন। এইবার আপনার sd card টি কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে কানেক্ট করুন। কানেক্ট হলে নিচের স্ক্রিন শটের মত দেখাবে।
1 (1)

Step 2

এইবার আপনাকে একটু রিসাইজ করে নিতে হবে সব কিছু।
1.  Disk 2 তে আপনার মেমোরী কার্ড সিলেক্ট করুন।
2.  Move/resize partition এ ক্লিক করুন।
3.  Partiton এর জন্য কতটুকু যায়গা রাখবেন সেটা সিলেক্ট করুন।
4. কতটুকু যায়গা পার্টিশনের জন্য ব্যবহার করেছেন বা সিলেক্ট করেছেন এটা নিচে দেখতে পাবেন।
5. Ok মেনুতে ক্লিক করুন।
6. Unalocatted space সব সময়-ই শূণ্য (0) রাখবেন।
স্ক্রিন শট দেখে সেই অনুযায় কাজ করুন।
1 (2)

Step 3 (Partition Process)

1. খেয়াল করে দেখুন আপনার মেমোরী কার্ড এর ২টা পার্টিশন হয়েছে।  আর নতুন পার্টিশন কিন্তু কোন ফরম্যাটে নাই। কাজেই এটি আবার নতুন করে ফরম্যাট করতে হবে। নতুন পার্টিশন টি সিলেক্ট করে নিন।
2. ক্রিয়েট পার্টিশন এ ক্লিক করুন।
3. পার্টিশন Label এ ইচ্ছা মত নাম দিতে পারেন।
4. Create As Logical এর পরিবর্তে Primary করে দিন।
5. File System এ ext4 করে দিন, কেননা LINAX খুব সহজেই এটা detect করতে পারবে।
6. Select OK. আবারো বলছি, স্ক্রিন অনুযায়ী কাজ করুন।
1 (3)

Step 4 (Finishing)

1. Step 3 শেষ হলে Apply করে দিন।
2. একটা নতুন মেনু আসবে, Yes করে দিন।
Follow The screen Shot
1 (4)

Step 5

** উপরের প্রসেস শেষ হতে একটু সময় লাগতে পারে। ধৈয্য ধরুন।
** একটু পর “Successful” নামে একটা মেনু আসবে। এখান থেকে OK সিলেক্ট করে নিন।
1 (6)

Step 6

একটু খেয়াল করে দেখুন। আপনার নতুন পার্টিশন এর নাম উপরের দিকে দেখতে পাবেন। কিছু যায়গা কিন্তু শুরু থেকেই fill-up থাকবে। সেটা কিন্তু ১০০ মেগাবাইটের বেশি হবে না। আর এই গুলো হলো সিস্টেম ফাইল। কাজেই এই গুলো নিয়ে বেশি মাথা ঘামাবেন না।
স্ক্রিন শট দেখুন।
1 (7)

সতর্কতা:

পার্টিশন করার আগে অবশ্যই আপনার মেমোরী কার্ডের ডাটা ব্যাকাপ রেখে নেবেন। কারণ অনেক ডাটা গায়েব হয়ে যাবে।
ব্যাস, হয়ে গেলো মেমোরী কার্ড পার্টিশন। এইবার আপনার মেমোরী কার্ড ফোনে লাগান। প্রথম ধাপের কাজ শেষ।

Step 6

এইবার আপনার মোবাইলে Link 2 sd ইনষ্টল করে নিন। root access চাইলে grant করে দিন। সিস্টেম পার্টিশন কোনটি এইটি আসলে “ext4″ সিলেক্ট করে ok করে দিন।
1 (5) 1 (8)
এইবার আপনার মোবাইল রিবুট চাইবে, রিবুট করে দিন। এর পর link2sd অন করে menu>storage info তে জান। sd card 2nd part এ খেয়াল করেন আপনার সিলেক্ট করা Partition SD card দেখাচ্ছে। যদি not found দেখায় তাহলে নিশ্চিত কোথাও ভুল করেছেন। তখন আবার উপরের যেভাবে বলা আছে ঠিক সেভাবেই আবার করেন।
** Link2Sd On করুন। দেখবেন ফানেলের মত একটা আইকন আছে। সেখানে ক্লিক করে Internal Select করুন। স্ক্রিন শট দেখুন।
1 (9)
** মেনু অপশন এ ক্লিক করুন। দেখবেন বেশ কিছু অপশন আছে। এখন যে সমস্ত এপস আপনি আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরী থেকে new partition এ নিতে চান সেটি সিলেক্ট করুন। অথভা সব গুলোই সিলেক্ট করতে পারবেন। স্ক্রিন শট দেখুন।
1 (10)
** এখন action এ ক্লিক করুন। এবার create link এ ক্লিক করুন। স্কিন শট দেখুন।
1 (11)
আপনার সিলেক্ট করা এপস গুলো অটোমেটিক new partition sd card এ চলে যাবে।
এখন যদি আপনি চান আপনার নতুন ইনষ্টল করা এপস গুলো অটোমেটিক নতুন partition এ সেভ হবে তাহলে আপনাকে যা করতে হবে তা হলো:
go to menu>settings. auto link এ টিক দিয়ে দিন। এরপর auto links setting এ গিয়ে সবগুলোই টিক দিয়ে দিন। স্ক্রিন শট দেখুন।
1 (12)
ব্যাস কাজ শেষ। এখন থেকে আপনার সকল এপস গুলো সরাসরি নতুন পার্টিশনে গিয়ে সেভ হবে। আর ইন্টারনাল মেমোরী থেকে এপ গুলো মুভ করা প্রসেস তো উপরেই দেয়া আছে। আর আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরী থাকবে এখন থেকে পুরোপুরো ফ্রি!!!!!!!!!!!!

Share this:

ABOUT ME

Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments :