Information Technology

This Awesome Blogger Let's be friends and spread the love
together in the world.
Join us on

মাইক্রোসফট অফিস থেকেই Word ফাইলকে কনভার্ট করুন Pdf ফাইলে


অনেক সময় আমাদের অফিস ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। এজন্য অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন সফটওয়্যার বা ইন্টারনেটের সাহায্য নেই। কিন্তু Microsoft Office 2007  থেকে শুরু করে তার পরবর্তী ভার্শঙ্গুলোর সাহায্যে সহজেই Word ফাইলকে Pdf এ কনভার্ট করা যায়।

Microsoft Office 2007 এর সাহায্যে কনভার্ট
প্রথম অংশটুকুর জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
  •  প্রথমে Microsoft Office Word কে Open করুন।
  •  উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে Find add-ins for other file formats সিলেক্ট করুন।
1
  •  আগত Word Help উইন্ডোতে Microsoft Save as PDF or XPS Add-in for 2007 Microsoft Office programs লিংকটি ক্লিক করুন।
2
  •  ব্রাউজারে আগত পেইজে Download ক্লিক করে Save করুন। (এ পর্যন্তই ইন্টারনেট কানেকশন প্রয়োজন)
3
  •  Add-in টি Install করুন।
  •  এবার আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
  •  উপরের বাম কোণার Office Logo তে ক্লিক করুন। নিচের Menu এর Save As অপশনটির উপর মাউসের পয়েন্টার রাখুন এবং Side Menu থেকে PDF or XPS সিলেক্ট করুন।
4
  •  নতুন Publish as PDF or XPS Window তে ফাইলটির Name ও Location দিয়ে Publish করুন।
5
6
Microsoft Office 2010 ও তার পরবর্তী ভার্শনগুলোর সাহায্যে কনভার্ট
Microsoft Office 2010 ও তার পরবর্তী ভার্শনগুলোর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
  •  আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন।
  • Save As অপশনটি সিলেক্ট করুন এবং Save As Window তে ফাইলটির Name, Location এবং Save as type এর Dropdown menu থেকে PDF সিলেক্ট করে Save করুন।
7
8

আশা করি পোস্টটি অনেকের উপকারে আসবে।
ধন্যবাদ।

Share this:

ABOUT ME

Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments :