ইংরেজিতে কথা বলা ঘড়ি অনেক আছে কিন্তু যদি তা বাংলায় হয় ? হ্যা এটা একটা চমৎকার ঘড়ি, যা আপনার সেটিং সাপেক্ষে প্রতি ১৫ মিঃ / ৩০মিঃ / ৬০মিঃ পর আপনাকে বাংলায় বলবে ” এখন সময় সকাল দশটা বেজে ৩০মিঃ ” এমন।
BANGLA VOICE CLOCK
size: 625 kB
এটা একটা দারুণ ব্যাপার। অনেক ক্ষেত্রে এটা অনেক উপকারে আসে।
সবসময় সময় দেখা হয় না , ফলে কম্পিউটার বসলে অনেক জরুরী কাজে দেড়ি হয় ; কখনো বা টিভি প্রোগ্রাম মিস হয়। এটা থাকলে ঐ ঝামেলা আর থাকবে না।
কারণ যখন সময় এর কথা বলবে , তখনই আপনার ঐ সময়ে করণীয় কাজের কথা মনে পরে যাবে। আর অতিরিক্ত সুবিধা হিসেবে আছে আযান টাইম সেটিং এর বাবস্থা। যেটা সময় মত আযান দিবে।
এক কথায় দারুণ একটা সফটওয়্যার। যাদের দরকার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। সাইজ একদম ছোট। ইন্সটল দিয়ে সহজেই সেটিং চেঞ্জ করতে পারবেন
0 comments :
Post a Comment