ইন্টারনেট ব্যবহারের সময় প্রায়শ নানা সমস্যায় পড়তে হয়। সার্ভার কিংবা ডোমেইন জনিত সমস্যাও দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে সরাসরি ব্যবহারকারীকে তা জানানো হয় না। কোডের মাধ্যমে কি ধরনের সমস্যা হয়েছে তা দেখানো হয়।
একেক সময় একেক ধরনের এরর কোড দেখতে পান ব্যবহারকারীরা। তবে এগুলোর অর্থ জানা না থাকায় অন্যদের কাছে থেকে সহায়তা নেওয়ার সময় বিপাকে পড়তে হয়। বিষয়টি বুঝিয়ে বলার সময় সমস্যা দেখা দেয়।
সচরাচর যেসব এররের মুখোমুখ হতে হয় সেগুলো জানা থাকলে কারিগরি সহায়তা পেতে সুবিধা হয়। এসব কোডের বিষয়ে জানাতে এ টিউটোরিয়াল।
এ টিউটোরিয়ালে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ কোডগুলো তুলে ধরা হলো।
502 bad gateway : এ কোড দ্বারা বোঝানো হয় ওয়েবসাইটের সার্ভারটির প্রক্সি বা গেটওয়ে ক্রুটিপূর্ণ রয়েছে।
413 Request Entity Too Large : ওয়েবসাইটে ধারণ ক্ষমতার চেয়ে বেশি পরিমান রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হলে এটি প্রদর্শন করা হয়।
204 No Content : সার্ভারে কোনো কনটেন্ট পাওয়া যায়নি ।
203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোনো সূত্র থেকে আসছে ।
403 Forbidden : সার্ভার রিকোয়েস্টটি গ্রহণ করেনি ।
400 Bad Request : রিকোয়েস্টে ভুল রয়েছে বা রিকোয়েস্টটি সঠিক প্রক্রিয়ায় করা হয়নি।
404 Not Found : ওয়েবসাইট বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
410 Gone : ওয়েবসাইটটি বর্তমানে পাওয়া যায়নি এবং পরেও পাওয়া যাবে না।
ABOUT ME
Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..
0 comments :
Post a Comment