Information Technology

This Awesome Blogger Let's be friends and spread the love
together in the world.
Join us on

আপনি কি সফল হতে চান তাহলে এই পরামর্শ গুলো আপনার নেওয়া দরকার

প্রশ্ন : আমি কি আামার ও পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কমেপক্ষে ১ লক্ষ টাকা আয় করি ?
উত্তর: না আমি এখনো ১ লক্ষ টাকা আয় করি না
পরামর্শ : তাহলে আপনার কাজের লক্ষ নির্ধারন করে আজ থেকেই কাজ শুরু করুন , কাজে আরো উন্নতি করুন , আরো বেশী পরিশ্রম করুন । তাই জীবনে সব না পাওয়া কষ্ট গুলো কে শক্তি মনে করে আপনি নিজেকে সফল মানুষ করার জন্য কাজের পিছনে ঝাপিয়ে পরুন । সফল না হওয়া পর্যন্ত লেগে থাকুন আর ভিন্ন ভিন্ন নতুনত্ব  নিয়ে কাজ করুন
আপনি সফল হবেন ই এই বিশ্বাস আল্লাহর  নামে মনের ভিতর গেথে নিন
পরামর্শ ১
আজ থেকে আমার কাজে পূর্ন মনোযোগ দিবো আর নিজেকে একটা স্টান্ডার্ট লেভেলে না নেওয়া পর্যন্ত কাউকে ব্যক্তিগত ভাবে জরাবো না ।
পরামর্শ ২
নিজেকে সফল করার জন্য নিচের কাজ গুলো মেনে চলবো
ক) আমি সারাক্ষন কাজে থাকি ( কাজ টা যেন ঠিক ঠাক মতো হয় , ভুল যেন না থাকে)
খ) প্রয়োজন মতো বিশ্রাম নেই
গ) নিজের সফলতার জন্য ভাবনা চিন্তা করার জন্য সময় বের করি
ঘ)মেডিটেশন করি
ঙ) সকল মানুষ কে ভালোবাসি ও পাশে থাকি ও তাদের বিষয়ে সঠিক পজিটিভ ধারনা রাখি
পরামর্শ ৩
যখন যে অবস্থাই থাকবো বা কেউ কুশল জিঙ্গাসা করলে বলবো
শুকুর আলাহামদুল্লাহ আমি বেশ ভালো আছি , ইনশাল্লাহ ভবিষৎ তে আরো ভালো থাকবো
পরামর্শ ৪
আজ থেকে আমি সস্তা খাবার ,সস্তা পোশাক , সস্তা কোন কিছু করবো না । সব সময় প্রথম শ্রেনীর জীবন যাপন করবো ।
পরামর্শ ৫
জীবনে বেচে থাকার জন্য আমাকে সাহসী ও আত্ববিশ্বাসি হতে হবে এর জন্য যা করতে হবে
ক) নিজের সাথে কেউ অন্যায় করলে সেটা মোকাবেলা করার সাহস রাখতে হবে
এর জন্য মনে রাখতে হবে : আমরা দুচোখে যা কিছু দেখি , আর যা কিছু দেখি না সবই মাখলুক , মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছারা , আর আল্লাহ সব পারে মাখলুক ছারা ।আর হায়াত মুইত রিজিক সব আল্রাহর হাতে
খ)সাহস রাখতে হবে নিজেকে প্রকাশ করতে , নিজেক পরিচিতি করতে , নিজের কাজ নিজে করতে তানা হলে কখনো সফল হতে পারবেন না । তাই মাথায় রাখুন মানুষ মাত্র ই ভুল করবে এটাই মানুষের ধর্ম ( আমি ও ভুল করতে পারি এই ধারনা নিয়েই নিজেকে প্রকাশ করুন)
গ)সাহস রাখতে হবে সব ধরনের মানুষের সাথে মিশতে ,কথা বলতে , মজা করতে ও ভালোবাসতে তাই মনে রাখুন : সব মানুষ ই এক , মানুষে মানুষে কোন পার্থক্য নাই কারন আামরা সবা্ই এক দিন মারা যাবো সবারই ক্ষুদা আছে , সবারই চাহিদা আছে , সবারই বড় হওয়ার ইচ্ছা আছে , অতএব ভয় পাওয়ার কিছু নাই।
পরামর্শ ৬
আজে থেকে সদা সবর্দা হাসি খুসি থাকবো । প্রান ভরে হাসবো , মন ভরে শ্বাস নিব । সবর্দা প্রানবন্ত জীবন্ত সতেজ রসিক মজালোক হিসেবে থাকবো । সুযোগ পেলেই মানুষকে হাসাবো মজা দিবে আর প্রশংসা করবো
পরামর্শ ৭
আমি আজ থেকে আমার যোগ্যতা অবস্থান গুন নিয়ে কখনো অহংকার করবো না
সেই সাথে
তুচ্ছ মানুষের সাথে বিবাদ করতে রাজি হবো না  । তাহলেই আমিই জিতে যাবো
আরাল থেকে কেউ নিন্দা করলে হতাশ হবেন না ।এটা আামকে বড় করতে সাহায্য করবে
যারা ঝগড়া বিদ্রুপ অহংকার করে তারা মানুষিক রোগগ্রস্ত।  তাদের জন্য দোয়া করুন
পরামর্শ ৮
How to improve your talking style
1 Talk slowly deeply and sensual voice
2 poush before your important word
3 avoid ah oh eh mane
4 গুরুত্বপুর্ন শব্দের উপর জোর প্রদান করুন
৫ Relax when you are talking
পরামর্শ ৯
যেকোন কাজে যাওয়ার আগে নিজেকে উৎসাহ দিন এবং কাজ করার আগে একবার ভাবুন গুরুত্বপুর্ন মানুষ কি এভােবে করে কিনা ?
পরামর্শ ১০
সাফল্যের একটা মূল নীতি হল অন্যের সমর্থন আর এজন্য যা করতে হবে
কোন কাজ অন্যকে দিয়ে করানোর সময় ভাবুন আমি তার জাগায় হলে কি বললে আমি কাজ টি করতাম তার পর সে ভাবে কথা বলুন
অন্যকে যথাযথ মুলায়ন করুন ও তাকে বুঝার চেষ্টা করুন ও গুরুত্ব দিন
নাম মনে রাখতে শিখুন , নাম ধরে ডাকুন
নিজেকে নিজের মতো পেশ করতে সংকোজ করবেন না
নিজেকে সবজান্তা প্রমান করার চেষ্টা করবেন না
অন্যকে পছন্দ করার অনুশীলন করুন
আর সুযোগ পেলেই প্রশংশা করুন
ধন্যবাদ দিতে ভু লবেন না
তর্ক করবেন না বরং তাদের সাথে একমত হোন
অন্যেদের কথা মনোযোগ সহকারে শুনুন
Success
পরামর্শ ১১
বন্ধুত্ব গড়ে তোলার জন্য নিজেই এগিয়ে আসুন ।আর হাত টি বারিয়ে দিন
তিনটি জিনিস মাথায় রাখুন
১. মেনে নিন প্রথীবিতে কেউ নিখুত নির্ভূল নয়
২. নেনে নিন অন্যজন একটু আলাদা , অন্যরকম হতেই পারে
৩. সংষোধন কারী হতে যাবেন না
সহ্য করা ও বিনিময়ে সহিঞ্চুতা প্রকাশ করার জীবন দর্শন মেনে চলুন
পরামর্শ ১২
Top 10 tips on How to become a super trainer
1. be Knowledgeable 2. Be curious 3. Be Accepting 4. Be patient 5. Be a role model
6. Be a good Li sterner 7. Be challenging 8. Be entertaining 9. Be passionate 10 . Be inspiring
পরামর্শ ১৩
সমস্ত কাজের ভিতর দিয়ে আপনার ভালোবাসার মানুষটির জন্য সময় বের করুন তাকে সকালে দুপুরে রাতে খোজ খবর নিন সময় পেলেই এসএমএস করুন গিফ্ট দিন
আর মনে রাখবেন কারনে ওকারনে ঝগড়া লাগতে পারে এটাই স্বাভবিক আবার ভালোবাসার টানে মিল হবে
তাই আপনার ভালোবাসার মানুষের জন্য যা করতে হবে
১,সুযোগ পেলেই তার কাজের চিন্তার পোশাকের রান্ন্রার কথার প্রশংসা করুন
২. ‍সুযোগ পেলেই মুখ ভর্তি হাসি দিয়ে বলুন আই লাভ ইউ আই মিস ইউ
৩.তাকে বেশী বেশী কথা বলার সুযোগ দিন আর মনোযোগ সহকারে শুনুন
৪. কিসে সে ভালো থাকবে তাকে বোঝার চেষ্টা করুন
৫. ভুল ধরা , জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন তার জন্য ত্যাগ স্বিকার করতে শিখুন তার বিপদে আপদে পাশে থাকুন
পরামর্শ ১৪
মানুষ বড় আজব , কার মনে কি শুধু সেই বলতে পারে তা্ই মানুষ নিয়ে চলার সময় তার ভাব বুঝে চলুন আর সেই ভাবেই ব্যবস্তা নিন
তাই বলি, না কাউকে বিশ্বাস করবেন, না কাউকে অবিশ্বাস করবেন , সময়ের সাথে তাল মিলিয়ে যা করা দরকার তােই করুন
তবে মানুষ বড় ভালো । একটু আদর দিলে একটু প্রশংসা করলে , তার সাথে একমত হলে তার সুবিদা মতো ব্যবস্তা নিলে, তার খোজ খবর নিলে , সে আপনাকে সমর্থন করবে আবার এটা নাও হতে পারে সে আপনাকে ব্যবহার করতে পারে , সুয়োগ নিতে পারে ,ক্ষতি করতে পারে । তাই স্থান কাল পাত্র বিবেচনা করে মানুষের সাথে সঠিক আচরন করুন

Share this:

ABOUT ME

Hi all. This is My Frist Blog. We're providing content for Bold site and we’ve been in internet, social media and affiliate for too long time and its my profession. We are web designer & developer living Bangladesh! What can I say, we are the best..

JOIN CONVERSATION

    Blogger Comment
    Facebook Comment

0 comments :